শিরোনামঃ-

» জৈন্তিয়া কেন্দ্রীয় গণ পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ২৮. মার্চ. ২০২৪ | বৃহস্পতিবার

বৃহত্তর জৈন্তার সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ : আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী

ডেস্ক নিউজঃ
বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ ) সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি লাল মোহন দেব এর সভাপতিত্বে ও এডভোকেট আল-আসলাম মুমিন ও মহি উদ্দিন মহির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী বলেন,‘ বৃহত্তর জৈন্তার সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ।

সংগঠনের শুরুলগ্ন থেকেই বৃহত্তর জৈন্তার দাবি-দাওয়া আদায়ের লক্ষে কাজ করছে। আগামীতেও এই দ্বারাবাহিকতা অব্যাহত রাখার আহব্বান জানান তিনি।

উপস্থিত ছিলেন, সহ সভাপতি এডভোকেট ছয়ফুল আলম- জৈন্তাপুর, এডভোকেট এখলাছুর রহমান- কানাইঘাট, মুহিবুর রহমান মেম- জৈন্তাপুর, খলিলুর রহমান জীবন- জৈন্তাপুর, এডভোকেট কামাল হোসেন- কোম্পানীগঞ্জ, জামাল উদ্দিন- কানাইঘাট, জালাল উদ্দিন- জৈন্তাপুর, উপাধ্যক্ষ শাহেদ আহমদ- জৈন্তাপুর, এডভোকেট ফখরুল হক- কানাইঘাট, আলী আকবর- কোম্পানীগঞ্জ, বাবুল হোসেন- কানাইঘাট, সাইফুল ইসলাম- কোম্পানীগঞ্জ, খোদেজা রহিম কলি- গোয়াইনঘাট, আলিম উজ্জামান- কোম্পানীগঞ্জ ও বাবুল আহমদ কানাইঘাট, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম- কানাইঘাট, সিরাজুল ইসমাম- জৈন্তাপুর, আলতাফ হোসেন বিলাল- জৈন্তাপুর, এডভোকেট তাজ উদ্দিন মাখন- কানাইঘাট, শামসুজ্জামান দুলন- কোম্পানীগঞ্জ, মনজুর আহমদ- কানাইঘাট ও দুলাল আহমদ- কোম্পানীগঞ্জ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল-আসলাম মুমিন- গোয়াইনঘাট, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট সিরাজুল হক- গোয়াইনঘাট, আ.স.ম সাইফুল- জৈন্তাপুর, জহির রায়হান- জৈন্তাপুর, নাজমুল হক হেলাল- কোম্পানীগঞ্জ, দেলোয়ার হোসেন- কানাইঘাট, জয়নুল আবেদীন জনি- কোম্পানীগঞ্জ, আহবাবুর রশিদ চৌধুরী লিমন,- কানাইঘাট, পলিনা রহমান, ভাইস চেয়ারম্যান জৈন্তাপুর, সাংবাদিক মনজুর আহমদ- গোয়াইনঘাট, এডভোকেট শাহজাহান চৌধুরী- কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট, দপ্তর সম্পাদক- সাংবাদিক আবুল হোসেন- গোয়াইনঘাট, সহ দপ্তর সম্পাদক- সোলাইমান আহমদ- কানাইঘাট, অর্থ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ- কানাইঘাট, সহ অর্থ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন- কোম্পানীগঞ্জ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রণত কান্ত দেব- জৈন্তাপুর, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রফিক আহমদ- কোম্পানীগঞ্জ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শংকর লাল দাস- গোয়াইনঘাট, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ারুল হক- জৈন্তাপুর, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা আহমদ হোসেন- কানাইঘাট, সহ ধর্ম বিষয়ক সম্পাদক কৃপা সিন্ধু চক্রবর্তী অমর- জৈন্তাপুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন- গোয়াইনঘাট, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এন.ইউ. আজির- জৈন্তাপুর, কৃষি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন- কানাইঘাট, সহ কৃষি বিষয়ক সম্পাদক মুজম্মিল আলী- গোয়াইনঘাট, শ্রম বিষয়ক সম্পাদক হাজী খলিক আহমদ- গোয়াইনঘাট, সহ শ্রম বিষয়ক সম্পাদক ইব্রাহীম আলী- জৈন্তাপুর, মহিলা বিষয়ক সম্পাদক পলিনা রহমান- জৈন্তাপুর, সহ মহিলা বিষয়ক সম্পাদক তসলিমা বেগম- জৈন্তাপুর, যুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন- জৈন্তাপুর, সহ যুব বিষয়ক সম্পাদক কবির আহমদ- কানাইঘাট, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ গোলাম জিলানী (যুক্তরাজ্য)- গোয়াইনঘাট, সহ আন্তর্জাতিক সম্পাদক জিয়াউল ইসলাম (বাহরাইন)- গোয়াইনঘাট, বন ও পরিবেশ সম্পাদক সোহেল আহমদ- জৈন্তাপুর, সহ বন ও পরিবেশ সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দিন- কানাইঘাট, সমাজ সেবা সম্পাদক আলী আহমদ- কোম্পানীগঞ্জ, সহ সমাজ সেবা সম্পাদক তৈয়বুর রহমান মেম্বার- গোয়াইনঘাট, ক্রীড়া সম্পাদক মুহিবুর রহমান মুহিব- গোয়াইনঘাট, সহ ক্রীড়া সম্পাদক কুতুব উদ্দিন- জৈন্তাপুর, সালিশ বিষয়ক সম্পাদক মাহবুব আহমদ চেয়ারম্যান- গোয়াইনঘাট, সহ সালিশ বিষয়ক সম্পাদক সোহেল আহমদ- কোম্পানীগঞ্জ, পর্যটন বিষয়ক সম্পাদক এডভোকেট মকদ্দছ আলী- কোম্পানীগঞ্জ, সহ পর্যটন বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন মেম্বার- কানাইঘাট, তথ্য বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন আহমদ- গোয়াইনঘাট, সহ তথ্য বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন- কোম্পানীগঞ্জ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়জুল হক- কোম্পানীগঞ্জ, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামাদ আজদ উজ্জ্বল- কানাইঘাট, সাংস্কৃতিক সম্পাদক আব্দুছ সালাম- গোয়াইনঘাট, সহ সাংস্কৃতিক সম্পাদক গৌরাঙ্গ শর্মা- কানাইঘাট, সাহিত্য সম্পাদক ছাব্বির আহমদ জৈন্তাপুর, সহ সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম- কোম্পানীগঞ্জ, প্রকাশনা সম্পাদক এখলাছুর রহমান- কোম্পানীগঞ্জ, সহ প্রকাশনা সম্পাদক মখলিছুর রহমান- কানাইঘাট, কর্মসংস্থান সম্পাদক মতিউর রহমান- জৈন্তাপুর, সহ কর্মসংস্থান সম্পাদক মাহবুবুর রশিদ- কানাইঘাট, পল্লী উন্নয়ন সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল- কোম্পানীগঞ্জ, সহ পল্লী উন্নয়ন সম্পাদক আ.ব.হ কামাল- গোয়াইনঘাট, ছাত্র বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ- গোয়াইনঘাট, সহ ছাত্র বিষয়ক সম্পাদক এ.কে.এম বাছির তুহিন- জৈন্তাপুর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন- কোম্পানীগঞ্জ, সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম রুবেল- কানাইঘাট, সমবায় সম্পাদক শরিফ আহমদ- জৈন্তাপুর, সহ সমবায় সম্পাদক খোকন রঞ্জন দে- কোম্পানীগঞ্জ, মানবাধিকার সম্পাদক- রঞ্জিত দেবনাথ ময়না- কোম্পানীগঞ্জ, সহ মানবাধিকার সম্পাদক সালাহ উদ্দিন হক বাবু- জৈন্তাপুর, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এডভোকেট মাহবুব হোসেন- কানাইঘাট, সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শওকত উদ্দিন মিঠু- কোম্পানীগঞ্জ, গণসংযোগ সম্পাদক মাসুদ আহমদ- জৈন্তাপুর, সহ গণসংযোগ সম্পাদক আলিম উদ্দিন- কোম্পানীগঞ্জ, নৃ-তত্ত্ব ও খনিজ সম্পদ সম্পাদক সুব্রত দে- জৈন্তাপুর, সহ নৃ-তত্ত্ব ও খনিজ সম্পদ সম্পাদক সত্যব্রত দে অনুপ- কানাইঘাট, পরিবহন বিষয়ক সম্পাদক শামছুল হক- কোম্পানীগঞ্জ, সহ পরিবহন বিষয়ক সম্পাদক রাসেল আহমদ রাহেল- গোয়াইনঘাট, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল হাসান মজুমদার- জৈন্তাপুর, সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক অলিউর রহমান- কোম্পানীগঞ্জ, সম্মানিত সদস্য- এডভোকেট আলতাফ হোসেন- জৈন্তাপুর, অধ্যাপক মনোজ কান্তি সেন- জৈন্তাপুর, রফিকুল হক- কোম্পানীগঞ্জ, অধ্যক্ষ শাকির উদ্দিন- কোম্পানীগঞ্জ, রফিকুল ইসলাম শাহপরান- গোয়াইনঘাট, আব্দুর রকিব- কানাইঘাট, এম.এ রহিম- গোয়াইনঘাট, সিরাজুল ইসলাম- কোম্পানীগঞ্জ, মাহবুব আলম- গোয়াইনঘাট, আব্দুল মালিক- জৈন্তাপুর, আবুল কালাম- কোম্পানীগঞ্জ, কয়েস আহমদ- কোম্পানীগঞ্জ, আশিক আহমদ চৌধুরী- কানাইঘাট, নজরুল ইসলাম- গোয়াইনঘাট, রফিক আহমদ- কানাইঘাট।

ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আব্দুর রহিম গোয়াইনঘাটী।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930