শিরোনামঃ-

» বেইলি রোডে অগ্নিকান্ডে শোক প্রকাশ

প্রকাশিত: ০১. মার্চ. ২০২৪ | শুক্রবার

নিরাপত্তায় অবহেলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের দাবি

ডেস্ক নিউজঃ

২৯ ফেব্রুয়ারি রাত্রে ঢাকার বেইলি রোডের আবাসিক এলাকার বহুতল ভবনে অগ্নিকান্ডে অর্ধশতাধিক নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।

সিলেট জেলা কমিটির সভাপতি সুরুজ আলী ও সাধারণ সম্পাদক মো: ছাদেক মিয়া সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিৃতিতে উল্লেখ করে বলেন, দেশে একের পর এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। নিমতলীর অগ্নিকান্ড, চকবাজার চুড়িহাট্টিতে অগ্নিকান্ড, বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ড, মগবাজার অগ্নিকান্ড, বঙ্গবাজার অগ্নিকান্ড সহ সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন। যার কোনোটারই দায় কোনোভাবে সরকার এড়াতে পারেন না। একের পর এক অগ্নিকান্ড ঘটলেও তা প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। কোনো দূর্ঘটনা ঘটলে প্রথম প্রথম কিছু অভিযান দেখা গেলেও কিছুদিন পর তা অদৃশ্য হয়ে যায়।

ক্ষোভ প্রকাশ করে বলেন, আবাসিক এলাকা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান একি বিল্ডিংয়ে অনুমোদন দিলেও সরকারের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের নিয়মিত তদারকির অভাবে একের পর এক দূর্ঘটনার শিকার হতে হচ্ছে। এসকল অগ্নিকান্ড মোটেই স্বাভাবিক নয়। দূর্ঘটনার অজুহাত দেখিয়ে কোনোভাবেই সরকার এ দায় এড়াতে পারেনা।

ঢাকা শহরে একের পর এক ভয়াবহ দূর্ঘটনায় রাজউক, সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা ও অবহেলা প্রকাশ পায়। প্রতিটি অগ্নিকান্ডের পর লোক দেখানো তদন্ত কমিটি গঠন করলেও সেই রিপোর্ট কখনো আলোর মুখ দেখেনি।

নেতৃবৃন্দ নিহত শ্রমিকদের প্রতি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ঞ্জাপন করেন। এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান ও নিহতদের আজীবন আয়ের সমপরিমান ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান এবং আহত শ্রমিকদের সু-চিকিৎসার করার নিশ্চয়তা প্রদানের আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৪ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728