» সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শফিক চৌধুরী

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০২৩ | শনিবার

ওসমানীনগর প্রতিনিধিঃ
এলাকার উন্নয়নে সিলেটের ওসমানীনগরের সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন সিলেট-২ আসনে নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এই সহযোগিতা কামনা করেন তিনি।
শফিকুর রহমান চৌধুরী বলেন, গত দশ বছরে সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও সিলেট-২ আসন ছিল কাঙ্খিত উন্নয়ন বঞ্চিত। কারণ পরপর দুটি নির্বাচনে এই আসনে নৌকার কোন প্রার্থী দেয়া হয়নি। অন্য দলের সংসদ সদস্য থাকায় কোন উন্নয়ন হয়নি।
এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়নের স্বার্থে আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। আগুন সন্ত্রাস ও দুস্কৃতিকারীদের প্রতিহত করে এলাকার সার্বিক উন্নয়নের সার্থে নৌকাকে বিজয়ী করার অনুরোধ জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ এপতার হোসের পিয়ার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, জেলা পরিষদ সদস্য আবদুল হামিদ, ইউপি চেয়ারম্যান শাহেদ আহমদ মূছা, আওয়ামী লীগ নেতা আলাউর রহমান আলা, তফজ্জুল হোসেন, অরুনোদয় পাল ঝলক, শাহ নুরুর রহমান সানুর, ফেরদৌস খান, লুৎফুর রহমান, ডিকে জয়ন্ত, নাজমুল ইসলাম মুন্না, আফরুজুল হক, মুক্তার খান, বেলাল আহমদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী মহিমা সুলতানা সুমি, মুক্তি পারভীন, চামেলি রানী দেব, যুবলীগ নেতা মনির মিয়া, দিলদার আলী, আরিজ আলী, আবদুল মন্নান, স্বেচ্ছাসেবক লীগ নেতা চঞ্চল পাল, সেলিম রেজা,  দেবাংশু পাল, ফররুখ আহমদ, বদরুল ইসলাম, আবুল কাশেম, ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন আবীর, অর্জুন পাল প্রমূ।
মতবিনিময় সভায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৮ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31