শিরোনামঃ-

» সবার সহযোগীতায় একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে চাই : সিসিক মেয়র

প্রকাশিত: ০১. ডিসেম্বর. ২০২৩ | শুক্রবার

ওয়ার্ডভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধান করা হবে : মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

ডেস্ক নিউজঃ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বলেন, নগরীকে সুন্দর করতে হলে সবার সহযোগীতা প্রয়োজন।

সিলেট নগরীর ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী সমাধান করব এবং নগরীর সম্মানিত নাগরিকবৃন্দের মতামতের ভিত্তিতেই তা হবে।’

তিনি শুক্রবার (১ ডিসেম্বর) নগরীর ২৯নং ওয়ার্ডের পিরোজপুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।পরে তিনি পিরোজপুর সড়ক পরিদর্শন করেন এবং উপস্থিত ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘নগরভবন সাধারণ মানুষের জন্য আরও বেশি নাগরিকবান্ধব হিসেবে যাতে কাজ করে, যে কেউ যাতে তার সমস্যা নিয়ে সহজেই নগরভবনে যেতে পারেন এবং তাদের সমস্যার কথা বলতে পারেন তা নিশ্চিত করা হবে এবং আগামীর প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব।’

তিনি বলেন নগরবাসীর সহযোগিতা ছাড়া সরকারের বা সিসিকের একার পক্ষে কোন উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব নয়।

এমময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম শাকিল, মসজিদের মোতাওয়াল্লি মো: আওলাদ হোসেন, মো:ছালেহ আহমদ,জাহিদ খান,রাজিদুল হক মিশু,মিজুআহমদ আব্দুল মন্নানসহ এলাকার নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930