শিরোনামঃ-

» সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডে নিহত ও আহতদের ১৫ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত: ১০. নভেম্বর. ২০২৩ | শুক্রবার

ডেস্ক নিউজঃ

মের্সাস বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডে নিহত ৬ জনের পরিবােকে ২লক্ষ টাকা ও গুরুতর আহত ৩জনকে ১লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে উপশহরস্থ এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সভায় বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কার্যালয়ে উপস্থিত পরিবারের মধ্যে অনুদানের চেক প্রদান করা হয়।

এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জুবায়ের আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ, সাজুওয়ান অহমদ, কামাল উদ্দিন, লোকমান আহমদ মাছুম, আনহার উদ্দিন, হুরায়রা ইফতার হোসেন, সায়েম আহমদ, আখতার ফারুক লিটন, জিহাদ আহমেদ এপোলো, স্যার জন রাসু,সাব্বির আহমদ, লুৎফুর রহমান, সুবরত ধর বাপ্পি প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, ফয়েজ উদ্দিন আহমদ।

মের্সাস বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডের বিষয়ে আলোচনা করা হয় এবং মের্সাস বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনের সত্ত্বাধিকারী আখতার ফারুক লিটন পুরো ঘটনার বর্ণনা দেন। এই ষ্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় উপস্থিত সবাই মর্মাহতও শোকাহত।

এই ঘটনায় নিহতদের প্রতি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং বিদেহীদের আত্মার মাগফেরাত কামনা দান করা হয়।

নিহত ও আহত পরিবারের সদস্যদের চাকুরীর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এসোসিয়েশনের নেৃতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031