শিরোনামঃ-

» সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগীতা চাইলেন আনোয়ারুজ্জামান

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নে আন্তরিক। আমরা না চাইতেই অনেক উন্নয়ন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেন করে দিয়েছেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন। সিলেটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন, সিলেটে এসে প্রধানমন্ত্রীর কথা বলায় সিলেটবাসী আমার কথা বিশ্বাস করে ভোট দিয়েছে। এই ভোট সিলেটবাসী আমাকে দেন নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দিয়েছেন। এজন্য আগামী দিনে যাতে সিলেটবাসীর বিশ্বাস অটুট রাখতে পারি এজন্য সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করি।

তিনি বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩ বার

Share Button

Callender

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031