শিরোনামঃ-

» ৬ দফা দাবিতে সিলেটে এ্যাম্বুলেন্স মালিক সমিতির মানববন্ধন

প্রকাশিত: ২৪. জুলাই. ২০২৩ | সোমবার

ডেস্ক নিউজঃ

সেবাখাতে এ্যাম্বুলেন্সের প্রাইভেটের আয়কর (এআইটি) না দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক জৈন মিয়ার সভাপতিত্বে ও আহসান ইব্রাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন, জুয়েল আহমদ খান, সাবাজ মিয়া, আমির মিয়া, রনি আহমদ, রাশেদ আহমদ, আব্দুল আজিজ, সুহেল মিয়া, মছব্বির আহমদ, ইমন মিয়া, রাজিব মিয়া সহ সর্বস্তরের এ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, অ্যাম্বুলেন্স একটি সেবাখাত। রোগী ও লাশ নিয়ে তারা ছুটেন দিনরাত। কিন্তু এটি বাংলাদেশের বিআরটিএ কর্তৃক অবহেলিত। আমরা এই অবহেলা থেকে পরিত্রাণ চাই। জাপান থেকে আমরা অ্যাম্বুলেন্স আমদানি করি অ্যাম্বুলেন্স হিসেবে। বিআরটিএ রেজিস্ট্রেশন করি অ্যাম্বুলেন্স হিসেবেই, অথচ আয়কর দেওয়ার সময় দিতে হয় প্রাইভেটকার হিসেবে।

তারা আরো বলেন, অ্যাম্বুলেন্স থেকে প্রাইভেট কারের মতো বিআরটিএকে আয়কর (এটিআই) নেওয়া বন্ধ করতে হবে; অনতিবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে; মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত টোল ফি বাস্তবায়ন করতে হবে; দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দিতে হবে; রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল এবং গ্যাস নিতে ব্যবস্থা করে দিতে হবে এবং সড়কে হয়রানি মুক্ত ও নিবিঘ্নে পথ চলা নিশ্চিত করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031