শিরোনামঃ-

» মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সেক্রেটারি নাহেদের পিতার ইন্তেকাল, জানাজা সম্পন্ন

প্রকাশিত: ১২. জুন. ২০২৩ | সোমবার

ডেস্ক নিউজঃ

সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদের পিতা সৈয়দ দারা মিয়া ইন্তেকাল করেছেন।

সোমবার (১২ জুন) ভোরে সিলেট ওসমানী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত নানা হৃদরোগে ভুগছিলেন। সোমবার বিকেলে হযরত শায়েখ মানিকপীর (রহ:) মাজার সিটি গোরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার ভোর ৭টা ২৩ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দারা মিয়া ইন্তেকাল করেণ।

মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আসর নয়া সড়ক জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ওই মসজিদের ঈমাম হাফিজ মাওলানা মোহাম্মদ হোসাইন।
জানাজায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর আওয়ামী লীগ তথ্য বিষয়ক সম্পাদক তপন মিত্র, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সভাপতি কমরেড সিকান্দর আলী, দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আব্দুল মুকিত, দৈনিক সিলেটের ডাকের চীপ রিপোর্টার সিরাজুল ইসলাম, ১৯নং ওয়ার্ডের কাউন্সিল এসএম সৈকত আমীন তৌহিদ, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ জাবেদ আহমদ এমরান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খাঁন, ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিনার খাঁন হাসু, ১৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদ, সাংবাদিক ফারুক আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, নিউ এইজ এর সিলেট ব্যুরো আব্দুল হালিম সাগর।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উপদেষ্টা মিজানুর রহমান দেওয়ান, আব্দুল মালেক মাস্টার, সমিতির সভাপতি আবদুল কুদ্দস, সাবেক সভাপতি আব্দুস ছালাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাসেম হাসু, কোষাধ্যক্ষ মনির হোসেন, সদস্য মিলন মিয়া, সাংবাদিক আবুল হোসেন ও ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031