শিরোনামঃ-

» ইউসেপ সিলেট অঞ্চলের এমপ্লয়ার্স কমিটি, সিলেট এলাকার ২৫তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯. মে. ২০২৩ | সোমবার

ডেস্ক নিউজঃ
ইউসেপ সিলেট রিজিয়নের অধীনে ট্রেনিং ইন্সটিটিউটে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদেরকে শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করার নিমিত্তে ডিসেন্ট এপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট এর উদ্যেগে গঠিত এমপ্লয়ার্স কমিটি, সিলেট এলাকার ২৫তম সভা অদ্য সোমবার (২৯ মে) ইউসেপ ট্রেনিং ইন্সটিটিউট (ইউটিআই)-এর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জসিম উদ্দিন।
সভায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে আগত মো: মহিউদ্দিন, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), সানটেক এনার্জি লিমিটেড; মো: হাসান বেলা, ম্যানেজার (এইচআর), আকিজ প্লাস্টিক লি:, মো: সাদিক হোসেন, ম্যানেজার (এইচআর এন্ড এডমিন) খাদিম সিরামিকস লি:, মো: ফজলে রাব্বি, ম্যানেজার প্রাণগ্রুপ, অজিত রায় ভজন, স্বত্বাধিকারী, মুক্তা অটোমোবাইল লি: সহ এমপ্লয়ার্স কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । ইউসেপ সিলেট রিজিয়নের পক্ষে মোহাম্মদ কাইউম মোল্লা, আঞ্চলিক ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত); মো: হুসাইন শহিদ আনসারী, হেড অব টিভিইটি ইন্সটিটিউট, মো: মনিরুজ্জামান, টিম লিডার ডিসেন্ট এমপ্লয়মেন্ট, মনি রানী দাশ, টিম লিডার-সোশ্যাল ইনক্লুশন, দেব জ্যোতি দাশ ও এ.কে.এম ফয়সাল করিম, অফিসার ডিসেন্ট এমপ্লয়মেন্ট সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ কাইউম মোল্লা, আঞ্চলিক ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত), ইউসেপ সিলেট রিজিয়ন পাশাপাশি সভায় আগত অতিথীবৃন্দকে শত কর্মব্যস্ততার মাঝেও ইউসেপ সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত এমপ্লয়ার্স কমিটি সভায় উপস্থিত হয়ে সভাকে অলংকৃতকরণ এবং ইউসেপ এর কার্যাবলীর সাথে একাত্মতা প্রকাশ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাটি মূলত নির্দিষ্ট আলোচ্যসূচী অনুযায়ী পরিচালিত হয়, আলোচসূচীনুযায়ী উন্মুক্ত আলোচনায় উপস্থিত সদস্যবৃন্দ ইউসেপ থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের কাজের প্রতি আন্তরিকতা ও মনোযোগি হওয়ার বিষয়টি ভুয়সী প্রশংসা করেন। তারাঁ বলেন ইউসেপ প্রশিক্ষণার্থীদেরকে সহজেই কাজের সাথে সম্পৃক্ত করা যায়। এছাড়াও ইউসেপ বাংলাদেশ সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠি বিশেষ করে নারী, প্রতিবন্ধী, নৃ-গোষ্ঠি সহ ক্ষুদ্র পেশাজীবী জনগোষ্ঠীদের প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যামে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে বলিষ্ট ভূমিকা পালন করে আসছে। বক্তারা ইউসেপ বাংলাদেশ এর প্রশিক্ষণ কার্যক্রমকে বর্তমান শিল্প প্রতিষ্ঠানের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কোর্স কারিকুলামকে যুগোপযোগি করে উন্নত করে প্রশিক্ষণ প্রদান এবং চাহিদামোতাবেক নতুন নতুন ট্রেড/কোর্স এ প্রশিক্ষণ শুরু করার উদ্যেগ নেওয়ার জন্য আহ্বান করেন।
অনুষ্ঠানের সভাপতি মোঃ জসিম উদ্দিন, তাঁর বক্তৃতায় সভায় উপস্থিত সদস্যবৃন্দকে তাদের শিল্প প্রতিষ্ঠানের সিএসআর ফান্ড থেকে ইউসেপ বাংলাদেশ এর প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করার জন্য অনুরোধ করেন এবং প্রতিবন্ধী ব্যক্তি সহ সমাজে পিছিয়ে পড়া অন্যান্য জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড সহ অন্যান্য প্রতিষ্ঠানে চাকুরী প্রদানে অগ্রাধীকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তিটি আপনার পত্রিকায় প্রকাশের জন্য বিনীত অনুরোধ করা হল ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031