শিরোনামঃ-

» বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া উৎসব সম্পন্ন

প্রকাশিত: ১১. মার্চ. ২০২৩ | শনিবার

স্টাফ রিপোর্টার:
‘সুস্থ দেহ সুস্থ মন, খেলাধুলা কিছুক্ষণ’ এ স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া উৎসব সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ মার্চ)  ক্রীড়া উৎসবের শেষ দিনে পৌর শহরের এলিট স্টার ইনডোরে ফুটবল খেলার মাধ্যমে এ উৎসব সমাপ্ত হয়।

ফুটবল খেলায় সভাপতি টিমকে ৭-২ গোলে পরাজিত করে সেক্রেটারী টিম। এরআগে গত ২৭ ফেব্রুয়ারি ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া ও থানার অফিসার্স ইনচার্জ গাজী আতাউর রহমান। দুই সপ্তাহব্যাপী এ ক্রীড়া উৎসবে ৭টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। এরমধ্যে ক্যারাম এককে চ্যাম্পিয়ন টুনু তালুকদার, রানার্স আপ কামাল মুন্না, ক্যারাম দৈততে চ্যাম্পিয়ন মুন্না-সালাম জুটি, রানার্স আপ  আশিক-আক্তার জুটি, দাবায় চ্যাম্পিয়ন নবীন সোহেল, রানার্স আপ শুকরান আহমদ রানা, গাফলা এককে চ্যাম্পিয়ন জাহাঙ্গীর আলম খায়ের, রানার্স আপ মশাহিদ আলী, লুডু এককে চ্যাম্পিয়ন কামাল মুন্না, রানার্স আপ আব্দুস সালাম, কলব্রিজে চ্যাম্পিয়ন কামাল মুন্না, রানার্স আপ নবীন সোহেল।

এদিকে, ফুটবল খেলায় সভাপতি টিমে খেলেছেন, জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), শুকরান আহমদ রানা (সকালের সময়), মশাহিদ আলী (শ্যামল সিলেট)। সেক্রেটারি টিমে খেলেছেন কামাল মুন্না (যায়যায়দিন), নবীন সোহেল (শুভ প্রতিদিন), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), আব্দুস সালাম (ইনকিলাব), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।

রেফারীর দায়িত্ব পালন করেন এমআর টুনু তালকদার (আনন্দ টিভি)। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মিসবাহ উদ্দিন।

তবে ক্রীড়া উৎসবের পুরষ্কার বিতরণী পরবর্তিতে অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031