শিরোনামঃ-

» দক্ষ নাগরিক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে : প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ

প্রকাশিত: ০৬. মার্চ. ২০২৩ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেছেন, পড়ালেখা করে সবার আগে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি একজন দক্ষ নাগরিক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে বর্তমান প্রজন্মকে গুরুত্ব দিয়ে দক্ষভাবে গড়ে উঠতে হবে।
সোমবার (৬ মার্চ) সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর দায়িত্ব হচ্ছে ভালো মানুষ, ভালো সন্তান, ভালো নাগরিক হিসেবে গড়ে উঠা। দেশকে ভালোবেসে দেশের অগ্রযাত্রায় মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে তৈরি করতে হবে। সবাই মিলে, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই বাংলাদেশকে উন্নত সোনার বাংলায় গড়ে তুলতে কাজ করতে হবে।
সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে ও প্রভাষক মো. ইয়াকুব আলীর পরিচালনায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আব্দুল জব্বার জলিল। স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ও নবীনবরণ অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক আহমদ জিয়া শামস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক হোসাইন আহমদ, গণিত বিভাগের প্রভাষক তপন কুমার দে, তথ্য ও যোগাযোগ বিভাগের প্রভাষক সাদেক আহমদ সোহেল, বাংলা বিভাগের প্রভাষক শিমু আক্তার দীনা, আবুল বাশার, সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক শারমিন সুলতানা, পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক নুসরাত নাহিয়ান, রসায়ন বিভাগের প্রভাষক রিপন কুমার চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক এনামুল হক, জেনুয়ার প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭ বার

Share Button

Callender

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930