শিরোনামঃ-

» ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট’র দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬. মার্চ. ২০২৩ | সোমবার

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’র দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) অনুষ্ঠিত এ খেলায় আয়াত একাদশ জালালপুর ৫-১ গোলে লালাবাজার ২ নং ওয়ার্ড ফুটবল টিমকে হারিয়েছে।

প্রত্যেক দিনই দর্শকদের টান টান উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি টিম।

এছাড়া প্রতিদিনের খেলার উদ্বোধনী ও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন টুর্নামেন্টের আয়োজকরা।

সোমবারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লালাবাজার ইউনিয়নের হযরত আবু দৌলত শাহ জাকারিয়া মডেল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা ফারুক আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন’র সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক ও সিলেটের সর্বাধিক পাঠকপ্রিয় শীর্ষ নিউজ পোর্টাল ‘সিলেটভিউ’র সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এয়ারলাইনস ক্লাব ওসমানী ইন্টান্যাশনাল এয়ারপোর্ট’র সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী মো. সুহেল রানা, লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবাল, দুধওয়ালা’র পরিচালক জাহেদ আহমদ চৌধুরী, আল-আরাফাহ ইসলামি ব্যাংক লালাবাজার এজেন্ট শাখার পরিচালক মাওলানা নজরুল ইসলাম, পরিচালক ইয়াসির আহমদ সিকন্দরি (কুশি), বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য মো. সিতার মিয়া, সাংবাদিক শফিক আহমদ শফি, বাঘরখলা সূর্যদয় যুবসংঘের সভাপতি গিয়াস উদ্দিন, হযরত শাহ জাকারিয়া ইসলামি যুবসংঘের সাধারণ সম্পাদক শাহ নুরুল হাসান এবং হযরত আবু দৌলত শাহ জাকারিয়া মডেল মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ হামিদুর রহমান (মাসুক মিয়া)।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর পর্দা উঠে। লালাবাজার ইউপি কার্যালয় সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

খেলা পরিচালনা করছেন আক্কাস উদ্দিন আক্কাই। সহকারী হিসেবে আছেন কাওছার আহমদ ও গিয়াস উদ্দিন।

লালাবাজার ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে আয়োজিত ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930