শিরোনামঃ-

» সিলেটে ‘নাসিহা রজনী’ ২৪ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২০. ফেব্রুয়ারি. ২০২৩ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট নগরীতে ‘আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ়’ এবং মহান রবের দিকে নিজেদের মনোনীবেশ করার লক্ষ্যে আগামী শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) নাসিহা ফাউন্ডেশন’র উদ্যোগে শিক্ষা ও উপদেশমূলক অনুষ্ঠান ‘নাসিহা রজনী’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওই দিন বিকাল সাড়ে ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর এমসি কলেজ রোডস্থ আমান উল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

‘শুদ্ধাচারেরর শৈল্পীক অনুশীন’ স্লোগানকে সামনে পথচলা নাসিহা ফাউন্ডেশনটি সিলেট তথা দেশের মধ্যে এবারই প্রথম আয়োজন করেছে ব্যবসায়ীদের অংশগ্রহণে কুরআরন তেলাওয়াত প্রতিযোগিতা।

নাসিহা রজনীতে উপস্থিত সুধিজনের উদ্দেশ্য নাসিহাহ পেশ করবেন, সিলেট নগরীর স্থায়ী বাসিন্দাদের মধ্যে প্রথম কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্নকারী দুই সহোদর এবং সিলেটের তাবলীগ জামাতের প্রবীণ মুরব্বী ও ব্যবসায়ী মরহুম হাজী আব্দুস সালাম রহ. এর সন্তান মুফতি শাইখ হাবীব নূহ ও মুফতি শাইখ শামীম মোহাম্মদ।

উল্লেখ্য, নাসিহা ফাউন্ডেশন বিগত কয়েক বছর থেকে এমনকি নিকট অতীতে করোনা মহামারী, বন্যা পরিস্থিতি সময় সিলেটের বিভিন্ন স্থানে অসহায় মানুষজনকে ত্রাণ বিতরণ, গৃহ সংস্কারসহ নানাবিদ সামাজিক কর্মকান্ড পরিচালনা করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৯ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031