শিরোনামঃ-

» ৪২টি এ প্লাস সহ ৫শ ১৭ জন উত্তীর্ণ; লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে বাঁধ ভাঙ্গ উল্লাস

প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৩ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট শহরতলীর কোন নারী শিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এমন বাঁধ ভাঙ্গা উল্লাস হয়তো এই প্রথম। ৫২ টি এ প্লাস নিয়ে ৫শ ৫৪ শিক্ষার্থীর মধ্যে ৫শ ১৭ জনই উত্তীর্ণ হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। হ্যা, দক্ষিণ সুরমা উপজেলার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে এমন বাঁধ ভাঙ্গ উল্লাস ছিল (৮ ফেব্রুয়ারি) বুধবার। এবারের এইচএসসি পরীক্ষায় প্রতি বছরের ন্যায় এ বছরও দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জে এ প্লাসের দিক থেকে শীর্ষে রয়েছে এই কলেজ।

কলেজের প্রিন্সিপাল আমিরুল আলম খান জানান, তার কলেজ থেকে মোট ৫৫৪ জন পরিক্ষার্থী এবারের এইচএসসি পরিক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৫১৭ জন উত্তীর্ণ হয়। ৪২ টি এ প্লাস, এ গ্রেডে ২৭৫ জন, বি গ্রেডে ৪৯ জন এবং সি গ্রেডে ৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার ৯৩.৩২। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান শিক্ষক ও ছাত্রীদের প্রতি আহবান জানান।

একদিকে কলেজ গভর্ণিং বডির সভাপতি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী এক বিবৃতিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় কলেজের ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সেদিন হয়তো আর বেশি দূর নয়, যেদিন এই কলেজের মেয়েরা নিজেদের বিকশিত করে দেমের সেবায় আত্মনিয়োগ করবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728