» কবি দিলওয়ারের জন্মবার্ষিকীতে সাইক্লোনের আলোচনাসভা

প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২৩ | মঙ্গলবার

কবি দিলওয়ারের লেখায় সাধারণ মানুষের মুক্তির আকাঙ্খা ফুটে উঠেছে

স্টাফ রিপোর্টারঃ
কবি দিলওয়ারের লেখায় সাধারণ মানুষের মুক্তির আকাঙ্খা ফুটে উঠেছে এবং কবি চেয়েছেন গণমানুষের মুক্তির পথ রচনা করতে। পৃথিবীর সকল নির্যাতিত-নিস্পেষিত মানুষের মুক্তি চেয়েছেন তিনি। তাই দেশকালের সীমানা ভেদ করে নিজেকে বিশ্ব নাগরিক হিসেবে ঘোষণা করেছেন।
গণ মানুষের কবি দিলওয়ারের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২২৮তম সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে বক্তারা এসব কথা বলেন।
বিশিষ্ট ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসারের সভাপতিত্বে সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট প্রবাসী কম্যুনিটি নেতা, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে-এর প্রচার সম্পাদক সুফি সুহেল আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
তরুণ গল্পকার তাসলিমা খানম বীথির সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাইক্লোনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ এবং আলোচনায় অংশ নেন লেখক সাংবাদিক সেলিম আউয়াল, কবি সালেহ আহমদ খসরু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক লাইব্রেরি সেক্রেটারি এডভোকেট আব্দুল মুকিত অপি, ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আমিনুল ইসলাম, রোটারি ক্লাবের এসিসট্যান্ট গভর্নর রোটারিয়ান আবদুল মুহিত দিদার, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আবদুস শহিদ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930