শিরোনামঃ-

» কৃতি শিক্ষার্থী ও সেরা মা সম্মাননা অনুষ্ঠান

প্রকাশিত: ২৯. ডিসেম্বর. ২০২২ | বৃহস্পতিবার

কৃতি শিক্ষার্থী ও সেরা মা সম্মাননা প্রদান শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে মাইলফলক হয়ে থাকবে : কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী

স্টাফ রিপোর্টারঃ
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ছাড়া অভিভাবকদেরও ভূমিকা রাখতে হয়।
এক্ষেত্রে মায়েরাই সবচেয়ে বেশি অবদান রাখেন। তাদের কর্মের প্রতি সম্মান জানিয়ে সেরা শিক্ষার্থী ও সেরা মা সম্মাননা প্রদান একটি ব্যতিক্রমী আয়োজন। এই আয়োজন বৃহত্তর শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে মাইলফলক হয়ে থাকবে।

আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও সেরা মা সম্মাননা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, সিলেট জেলা যুবলীগ সভাপতি এস এম শায়েস্তা তালুকদার, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহিদ শেখ।

স্কুলের প্রধান শিক্ষক গণেশ পাল দীপুুর স্বাগত বক্তব্যে শুরু হওয়া এবং সহকারী শিক্ষক ফাহমিদা মমতার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসএমসি সহ সভাপতি শরিফা খানম, শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি এমদাদুর রহমান, এসএমসি সদস্য মোহাম্মদ আবদুল করিম শেখ, শাহনাজ তাকলিমা,  মাহবুব আরা পল্লবী, সামিয়া খাতুন, মাহরীন হাসান, অভিভাবক সোহেল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, স্বাধীনতার ৫১ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে ৫১টি পুরস্কার রাখা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা হওয়া ৫১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে ৫ জনকে সেরা মা নির্বাচিত করা হয়। তারা হলেন-কলি আক্তার, সাবরিনা চৌধুরী, ইয়াসমিন নাহার, দীপা রানি রায়, হালিমা আক্তার সাদিয়া।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031