শিরোনামঃ-

» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভা

প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০২২ | শনিবার

বর্তমান সরকার দেশের জনগণের মানবাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর : এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের মানবাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়। ”মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়নতা, দাঁড়াবো সকলেই অধিকারের সুরক্ষায়’’ এই প্রতিপাদ্যকে সমনে রেখে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে সকল সামর্থ্য নিয়োজিত করে মানুষের পরিপূর্ণ বিকাশের পক্ষে উত্তম একটি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করে যেতে হবে। আমি মনে করি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সেই লক্ষ্যে নিয়মিত কাজ করছে।

তিনি শনিবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি হলে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ), সিলেট বিভাগ, জেলা ও মহানহগর যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালি পরর্বতী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন কমিটির, সিলেট বিভাগীয় আহবায়ক এম. আসাদুজ্জামান এর সভাপতিত্ব ও সদস্য সচিব মনোরঞ্জন তাদুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চত্রুবতত্তী জুয়েল, সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, সিলেট গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরামের সভাপতি মোঃ আজিজুর রহমান, সিলেট জেলা বিএমবিএফ সভাপতি আশরাফুল রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব তারা মিয়া তালুকদার, ফুলকলি ফুড প্রোডাক্টস লিঃ ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, সিলেট মহানগর বিএমবিএফ সভাপতি মির্জা রেজওয়ান বেগ, সিলেট হাওর উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত বর্মণ, সিলেট প্রেসক্লাব এর সদস্য সাংবদিক এম. এ মতিন, বিশিষ্ট মানবাধিকার কর্মী, মোঃ বেলাল উদ্দিন, সিলেট মহানগর বিএমবিএফ সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, লিগ্যাল এইড কমিটির সভাপতি এড মো. সাজ্জাদুর রহমান।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন শাকিল আহমদ, আফসানা চৌধুরী, চিত্রনায়ক জহিরুল কবির চৌধুরী, খালেদ মিয়া, ইউসুফ সেলু, আমির উদ্দিন পাবেল, আফরোজ তাদুকদার, রুহিন চৌধুরী ফারহান, ইমদাদুল হক জীবন, ডা: হোসেন রাজা, হুসনা চৌধুরী, মাহেদা আক্তার। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলওয়াত করেন রুহিন চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031