শিরোনামঃ-

» মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ১৭. নভেম্বর. ২০২২ | বৃহস্পতিবার

মওলানা ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে : অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম

স্টাফ রিপোর্টারঃ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম বলেছেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবসময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেন। তার রাজনীতি ছিল গ্রামভিত্তিক ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে।

তিনি রাজনীতি করেছেন সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক-শ্রমিক-সাধারণ জনগণের পক্ষে। মওলানা ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে। মওলানা ভাসানী বাংলাদেশে প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় (সন্তোষ বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠা করেন। আপোষহীন, সংগ্রামী, গণমূখী, রাজনীতি চর্চার মাধ্যমে মওলানা ভাসানীর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন সম্ভব। ১৯৪৭ সালে সিলেট রেফানেন্ডাম নেতৃবৃন্দ ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য রাখেন। যেখানে একমাত্র মওলানা ভাসানী তার লিখিত বিবৃতিতে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে হিন্দু, মুসলিম, নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান এবং তিনি বলেন, ভারত সরকার আসামকে অবেহলীত রাখায় মানুষের বেকারত্ব বেড়ে চলেছে ক্রমাগত।

তিনি বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর দাড়িয়াপাড়া এলাকায় গণতন্ত্রের নির্ভীক কন্ঠ, মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমীন তাহমীদের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লে.কর্ণেল আতাউর রহমান পীর, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, মওলানা ভাসানী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম আহাদুস সামাদ, বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: জমির আহমদ, বিপ্লবী কমিনিষ্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, ছাত্রদলের সাবেক নেতা মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, আলী আশরাফ খালেদ, আখলিছ আহমদ চৌধুরী, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিংহ সুমন, মওলানা ভাসানী ফাউন্ডেশনের সদস্য আজাদ আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, শেলী রাণী দেব, রুশেল রহমান রিজ, রাশেদা বেগম, মুখলেছুর রহমান, সুরঞ্জিত তালুকদার, দেবাশীষ মজুমদার, রুবাইত আহমদ, মো: বুরহান উদ্দিন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯ বার

Share Button

Callender

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930