শিরোনামঃ-

» সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২২ | সোমবার

দেশকে ভয়াবহ সর্বনাশের হাত থেকে বাঁচাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে : নুরুল ইসলাম নাহিদ এমপি

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না যায় তবে এই দেশের সর্বনাশ হয়ে যাবে। কেন হবে? খালেদা জিয়া ক্ষমতায় থাকতে এ দেশের কি দূর্দশা হয়েছিল, তা আপনারা দেখেছেন। হত্যা, খুন, গুমের মাধ্যমে বিএনপি এবং জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল। বিএনপির এই সন্ত্রাসবাদ এখনও চলমান আছে। রাজপথে স্লোগান দিচ্ছে, ‘পঁচাত্তরের হাতিয়ার, জেগে উঠো আরেকবার’।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের উন্নয়ন এখন বিশ্বব্যাপী দৃষ্টান্ত।

অথচ বাংলাদেশ ছিল বিশ্বের অন্যতম একটি গরিব দেশ। সেখান থেকে বঙ্গবন্ধু এবং পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হয়েছি। তৃণমূলের নেতৃবৃন্দের সবাইকে একত্রিত হয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ সোমবার (৭ নভেম্বর) দিনব্যাপী নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি, তাদের নেতা জিয়াউর রহমান পঁচাত্তরের এই দিনে (৭ নভেম্বর) সেনা সদস্যদের হত্যা করে ক্ষমতা দখল করেছিল এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। আমাদেরকে ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সকল অপশক্তির মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, তৃণমূল হলো বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণশক্তি। তাই তৃণমূলকে শক্তিশালী করে তুলতে হবে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের কষ্ট বুঝেন। এজন্য গত বন্যায় প্রধানমন্ত্রী সিলেটে ছুটে এসেছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আগামী ডিসেম্বরের ভেতরে সকল সহযোগী সংগঠণের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠণের নির্দেশনা দেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজ আহমদ মজুমদার এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, শেখঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাদিকুর রহমান, গীতা পাঠ করেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট খোকন কুমার দত্ত। শোক প্রস্তাব পাঠ করেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন।

উপজেলা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিরন মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু।

ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন, মাস্টার আব্দুল জলিল, সাধারণ সম্পাদক, নিজপাট ইউনিয়ন, মোহাম্মদ লোকমান, সাধারণ সম্পাদক তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগ, ফখরুল ইসলাম চৌধুরী, সভাপতি, শেওলা ইউনিয়ন আওয়ামী লীগ, ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগ, মোশাহিদ আলী, সাধারণ সম্পাদক, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, তারা মিয়া, সভাপতি, খাদিম নগর ইউনিয়ন আওয়ামী লীগ, শিহাব উদ্দিন চেয়ারম্যান, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মঞ্জুরুল হামিদ চৌধুরী, সাধারণ সম্পাদক, বার্সার ইউনিয়ন আওয়ামী লীগ, আতিকুল হক চেয়ারম্যান, সাধারণ সম্পাদক, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক, লক্ষিপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগ, ঋষিকেশ দেব রন্টু, সভাপতি, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, আবুল হোসেন, সভাপতি, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ, ফারুক মিয়া, সাধারণ সম্পাদক, দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগ, এবাদ আহমদ, সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031