শিরোনামঃ-

» বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সনওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন মতবিনিময় সভা

প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০২২ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন, সিলেট শাহজালাল উপশহর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সিএনজি ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী সভাপতিত্বে ও সহ-সভাপতি সাজুওয়ান আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন গাজী মো: জাফর সাদেক, আব্দুস শাকুর চৌধুরী, ফয়েজ উদ্দিন আহমদ, কামাল উদ্দিন, এড. নাদিম রহমান, লোকমান আহমদ মাসুম, এম এ বাতেন, সুব্রত ধর বাপ্পি, আনহার উদ্দিন, হুরায়রা ইফতার হোসেন, হারুনুর রশিদ, ফখরুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ফয়েজ উদ্দিন আহমদ।

এসময় বক্তারা তাদের বিভিন্ন সমস্যা উল্লেখ করে বলেন, কেপসিটর মধ্যে থেকে গ্যাস সরবরাহ করা।

পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটারের ভিত্তিতে সরকারের কোন সিদ্ধান্ত আসলে সবাইকে অবহিত করতে হবে। প্রত্যেক ষ্টেশনে পাবলিক ট্রেসপোর্টের চালকরা যেভাবে হানা দিয়ে ভাংচুর ও গন্ডগুল করতেছে সে প্রেক্ষিতে তাদের এসোসিয়েশনের সাথে বিভিন্ন এলাকায় গিয়ে বৈঠক করা এবং প্রত্যেক ষ্টেশনের বরাদ্দকৃত লোড এর বেশি সরবরাহ করা যাবে না।

এ ক্ষেত্রে গ্যাস কোম্পানী ফিলিং ষ্টেশনের লাইন বিচ্ছিন্ন করার ক্ষমতা রাখে। সভার সম্মতিক্রমে সমস্যা সমাধানে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031