শিরোনামঃ-

» সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের অভিষেক

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২২ | শুক্রবার

ব্যবসায়ীরা একতাবদ্ধ হয়ে সকলের সাথে সমন্বয় করে কাজ করতে হবে : মেয়র আরিফুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা যেকোন রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। তাদের দেয়া ট্যাক্সের মাধ্যমে রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি হয়।
ব্যবসায়ীরা একতাবদ্ধ হয়ে কাজ করলে যেকোন প্রতিষ্ঠান কথা শুনতে বাধ্য। সমন্বয় ছাড়া কোন কাজ সম্ভব নয়। সমন্বয়হীনতা ও শৃঙ্খলহীনতা উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়ায়। সিলেট নগরীর উন্নয়নে আমি সর্বোচ্চ  চেষ্ঠা করছি। ব্যবসায়ীরা সহযোগিতা করলে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সিলেটকে একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের অভিষেক ও আলোচনা সভা-২০২২ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শুক্রবার (২১ অক্টোবর) রাতে নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে সংস্থার সভাপতি হাজী মো. বদরুল আলম মজনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার সাবেক সভাপতি মো. নাসিম হোসেইন, সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল ফজল, সাবেক সহ সভাপতি এটিএম মোশাহিদ উদ্দিন ও মো. শফিকুল হক বেলাল, সাবেক নির্বাচন কমিশনার আলহাজ্ব মো. শফিক উদ্দিন, সাবেক সভাপতি মো. হুরায়রা ইফতার হোসেন, সাবেক পরিচালক এজাজ আহমদ ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মৌলানা খায়রুল হুসেন।
সংস্থার সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহির এর পরিচালনায় ম্যাগাজিন কমিটির পক্ষে বক্তব্য রাখেন সংস্থার কার্যকরী সদস্য মো. ফজলুর রশিদ চৌধুরী মাহিন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যকরী সদস্য শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ ও এসিআই কোম্পানির প্রতিনিধি আব্দুল কাইয়ুম প্রমূখ।
এসময় অভিষিক্তদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি হাজী মো. খছরুজ্জামান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক হাজী মো. রফিকুল ইসলাম বাদল, কার্যকরী সদস্য মো. রুবেল আহমদ, হাজী মো. আব্দুল আওয়াল জসিম ও  মো. ইমতিয়াজ রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান ঘোরি।
উল্লেখ্য, অনুষ্ঠানে সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় এবং শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031