শিরোনামঃ-

» নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার শতবর্ষ উদযাপন

প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২২ | সোমবার

“আর কতকাল থাকবি বেটী
মটির ঢেলার মূর্তি আড়াল
স্বর্গ যে আজ জয় করেছে
অত্যাচরী শক্তি চাঁড়াল”

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ‘আনন্দময়ী আগমনে’ কবিতার সৃষ্টি হয় ২৬ সেপ্টেম্বর ১৯২২ সালে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী প্রেরণার এই কবিতাটির শতবর্ষে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর।

ইলেকট্রিক সাপ্লাই রোড রায়হোসেন মেট্রোপলিটন কিন্ডারগার্টেনে সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১টা ৪৫ মিনিটে মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক বিমল করের সভাপতিত্বে আফসান আক্তারের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মো.মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি অমিতা বর্ধন ও মেট্রোপলিটন কিন্ডারগার্টেনের শিক্ষিকা ফাহমিদা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান বলেন, কবিতার জন্য জেলাকাটা বাংলার একমাত্র কবি হলেন, কাজী নজরুল ইসলাম। তাঁর লেখনী যুগের পর যুগ বর্তমান ও আগামী প্রজন্মকেও অনুপ্রেরণায় প্রাণিত করবে।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সাবর্ণি গোস্বামী শুচি, আফসানা, ছাকিব, ছামি, রিফাত দ্রুত, সায়মা ও নিকি।

অনুষ্ঠান শেষে আগামী ২ অক্টোবর রবিবার লাক্কাতুরা (সপ্তমীতে) পূজামন্ডপে বিকাল ৪ টায় আবৃত্তি প্রতিযোগিতার আমন্ত্রণ জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930