শিরোনামঃ-

» স্কলার্সহোমে অভিভাবক দিবস ও ফলাফল প্রকাশ

প্রকাশিত: ২৫. জুলাই. ২০২২ | সোমবার

প্রাতিষ্ঠানিক দিক-নির্দেশনা এবং অধ্যবসায় শিক্ষার্থীদের সফল করে তোলে

স্টাফ রিপোর্টারঃ
ষোলো থেকে আঠারো বছর বয়স অনেক কঠিণ। এই সময়ে আমাদের ক্যারিয়ার সূচনার যাত্রা শুরু হয়। অনেকেই অনেক ধরণের স্বপ্ন দেখতে শুরু করেন, অনেকেই আবার ঝরে যান। প্রাতিষ্ঠানিক দিক-নির্দেশনা এবং অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীরা সফলতার হাতছানি দেখতে পায়। তারুণ্যের উদ্যোম ও স্বপ্ন কখনোই বৃথা যায় না। উদ্যোম এবং স্বপ্নের মিলিত ফসল সফলতা।
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের ফলাফল প্রকাশ ও অভিভাবক দিবসে সম্মানিত অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রুমেল এম এস রহমান পীর একথা বলেন।
সোমবার সকালে (২৫ জুলাই) ক্যাম্পাস অডিটোরিয়ামে অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.) এর সভাপতিত্বে ফলাফল ঘোষণা করেন ক্যাম্পাসের উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী।
সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অভিভাবকদের সাথে শিক্ষকরা মতবিনিময় করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য আলাদা একটি সেশন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করা শিক্ষার্থী শাশ্বতী ভট্টাচার্য, একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহদিয়াত জয়নাল খাঁন, তাসবির কবির চৌধুরী ও দশম শ্রেণির শিক্ষার্থী প্রজ্ঞা পারমিতা ঘোষ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930