শিরোনামঃ-

» সাইক্লোনের ২০৭তম সাহিত্য আসর সাহিত্য মানুষের বোধের জগতকে বিস্তৃত করে

প্রকাশিত: ২৫. জুলাই. ২০২২ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

সামাজিক, সাংস্কৃতিক সংগঠণ সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২০৭তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জুলাই) বিকালে জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদের সভাপতিত্বে দীর্ঘদিন বিভিন্ন দূর্যোগ স্থগিত থাকা সাহিত্য আসরটি পুনরায় যাত্রা শুরু করলো।

এসময় বক্তারা বলেন, সাহিত্য মানুষকে নির্মল আনন্দ-বেদনার উপলব্ধি শেখায়।

মানুষের বোধের জগতকে বিস্তৃত করে। সাহিত্য ভাষার প্রাণ। ভাষাকে টিকিয়ে রাখা এবং বিশ্ববাসীর কাছে সঠিক মর্যাদায় উপস্থাপনের জন্য সাহিত্যের বিকল্প নেই। বক্তারা জানান, প্রতি সোমবার বিকেল ৫টায় সিফডিয়া মিলনায়তনে সাইক্লোনের সাহিত্য আসর অনুষ্ঠিত হবে। এছাড়াও সাহিত্যপ্রেমি সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।

সাহিত্যকর্মী বিমান বিহারী বিশ্বাসের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মুখপত্র আল ইসলাহ সম্পাদক গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল।

আলোচনায় ও লেখাপাঠে অংশ নেন, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ছড়াকার আব্দুস সাদেক লিপন অ্যাডভোকেট, সিফডিয়ার নির্বাহী পরিচালক আব্দুল মুহিত দিদার, ইফতেখার শামীম প্রমূখ।

উল্লেখ্য, উক্ত সাহিত্য আসরে দি এইডেড হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন ও সাবেক সিনিয়র শিক্ষক সৈয়দ নিজাম উদ্দিন এর মৃত্যুতে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৩ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930