শিরোনামঃ-

» ছাত্রদলের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০১. জুন. ২০২২ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মীদের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুন) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কামরান চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতির বক্তব্যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি রুবেল আহমদ মাছুম বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তারা সশস্ত্র হামলা চালিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের আহত করে এবং হামলার দায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চাপিয়ে জল ঘোলা করতে চায় বিএনপি।

তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ যখন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে, তখনই বিএনপি পোষা ছাত্রদলের ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে যাচ্ছে। এর সমুচিত জবাব দিতে বাংলাদেশ ছাত্রলীগ বেসরকারি বিশ্ববিদ্যালয় সব সময় প্রস্তুত রয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দীপরাজ দাস দিপায়নের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ এমদাদুল হক ফাহিম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রাজু আহমদ রাজ, রাহুল দেবনাথ।

উপস্থিত ছিলেন, নর্থইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা টুটুল দাস, বিপ্লব দেব নাথ, খায়রুল অপু, শুভ ধর, গোলাম কিবরিয়া, আবু সুফিয়ান, উজ্জল, জনি ভট্টাচার্য্য, সুব্রত তালুকদার, মৃদুল ভট্টাচার্য্য, আরিফ আহমদ, ফাহিম আহমদ, হামজা আহমেদ, সোহান আহমদ, আফজল আহমেদ, অজিত দাস অভি, হাদী নাঈম, লিডিং বিশ্ববিদ্যালয়ের সালেহ আহমদ রাফী, মো. তামজিদ, রাফিদ চৌধুরী, রাইয়ান আহমদ, ইমন আহমদ, মৃণাল কান্তি, অভি দে, তুষার দেব প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930