শিরোনামঃ-

» চা শিল্প রক্ষায় মোমিনছড়া চা বাগান খুলে দেওয়ার দাবি

প্রকাশিত: ২৬. মে. ২০২২ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজী পাশি ও সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ বৃহস্পতিবার (২৬ মে) গনমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, পূর্ব নোটিশ ছাড়াই মোমিন ছড়া চা বাগানের মালিক পক্ষ গত ২৫ মে সন্ধ্যায় বাগান বন্ধ ঘোষণা করেন। অযৌক্তিকভাবে, হীন উদ্দেশ্যে মালিক পক্ষের বাগান বন্ধ ঘোষণা করা চা শিল্প ধ্বংস ও বাগানে কর্মরত প্রায় ১২০০ শ্রমিকদের মানবেতর জীবন-যাপনের দিকে ঠেলে দেয়ার সামিল। বর্তমান মালিক পক্ষের ব্যবস্থাপনায় বাগান পরিচালিত হওয়ার পূর্বে বাগানের নিরিখ ছিল ২০ কেজি।

আজ থেকে ৩৩ বছর পূর্বে বর্তমান মালিকপক্ষ বাগান পরিচালনার শুরুতে শ্রমিকদের কাছ চেয়ে শুধু ১বছরের জন্য ২০কেজির পরিবর্তে ২৫কেজি নিরিখ নির্ধারণ করেছিলেন। প্রতিশ্রæতি ছিল শুধু শুরুর ১ বছর ২৫ কেজি নিরিখ হবে, পরবর্তী বছর থেকে পূর্বের ২০ কেজি নিরিখ হবে। আজ অবধি ২৫ কেজি নিরিখেই চলছে, আর কমানো হয়নি। দীর্ঘ ৩৩ বছর ধরে ২৫ কেজি নিরিখের নামে চলছে তীব্রশ্রম শোষণ। আমাদের জানামতে কোন বাগানের নিরিখ বর্তমানে ২৫ কেজি নয়।

২৫ কেজি নিরিখের নামে শ্রম শোষণ, শ্রম আইনে বা বিধিতে উল্লেখিত বিষয়গুলো যথাযথ ভাবে বাস্তবায়ন না করা বাগানের শ্রম অসন্তোষের প্রধান কারণ। শ্রম অসন্তোষ নিরসনে সিলেট আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক এর ভূমিকা ছিল রহস্য জনক।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাগানে চা পাতা উত্তোলনের কাজে নিয়োজিত থাকে মহিলা শ্রমিক। বর্তমানে ২৫ কেজি নিরিখ পূর্ণ করতে না পারায় দৈনিক ১২০ টাকা মজুরি থেকে মহিলা শ্রমিকদের মজুরি কর্তন করা হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, অযৌক্তিক হীন উদ্দেশ্যে বাগান বন্ধ করে কোমলমতি শিক্ষার্থীদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানও বাগান কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া সরকারের ঘোষিত শিক্ষা কার্যক্রমের সাথে সাংঘর্ষিক।

নেতৃবৃন্দ অবিলম্বে শ্রম অসন্তেষ নিরসনে ২০ কেজি নিরিখ নির্ধারণ করে চা শিল্প রক্ষায় চা বাগান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930