শিরোনামঃ-

» গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র প্রায় ২’শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৫. মে. ২০২২ | বুধবার

মানবতার কল্যানে প্রবাসীদের অবদান কোনোভাবে ভুলার নয়

স্টাফ রিপোর্টারঃ

গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার পানিবন্দি প্রায় ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মে) দুপুরে কানাইঘাট আমরপুরে ত্রান বিতরন কার্যক্রম উদ্বোধন করেন কানাইঘাট ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আবু বকর। এসময় ইউনিয়নের আমরপুর, গর্দানাকান্দি, বাটুকোনা, মেরাছটিসহ বিভিন্ন গ্রামে ত্রান বিতরন করা হয়।

ত্রান বিতরন কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আবু বকর বলেন, মানবতার কল্যানে প্রবাসীদের অবদান কোনোভাবে ভুলার নয়।। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যেকোনো দূর্যোগ-দূর্বিপাকে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। গ্লোবাল এইড ট্রাষ্ট্রের মাধ্যমে বন্যাদূর্গত মানুষের কল্যানে প্রবাসীরা যে অবদান রাখলেন সেটা এ এলাকার মানুষ সবসময় তাদের হৃদয়ের মণিকোঠায় রাখবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, গ্লোবাল এইড ট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসেন, ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল লতিফ, মহিলা মেম্বার ফাতিমা বেগম প্রমূখ।

এদিকে গত ২৪ মে মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খাষমৌজা, বারহাল, পাটনিপাড়া, নয়াগ্রাম উত্তর, উজুহাত, আটলিহাই, হাজরাই গ্রামে গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের পক্ষ থেকে পানিবন্ধী মানুষের মাঝে প্রায় শতাধিক প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, যুক্তরাজ্যের ডাব্লিউ পিপি কোম্পানীর আইটি এনালিস্ট এস এম এ মুক্তাদির ইকবাল, শাবির প্রশাসনিক কর্মকর্তা তাহমিনা খাতুন, যুক্তরাজ্যের ফার্মাসী টেকনিশিয়ান রোজিনা খন্দকার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনজুর আহমদ, ইউপি সদস্য কৃঞ্চা রানী দে, যুবনেতা নজরুল ইসলাম, ছাত্রনেতা আফজল হোসেন রুহেল, সমাজসেবী জালাল উদ্দিন, মনির উদ্দিন, আব্দুন নূর প্রমূখ। ত্রানসামগ্রীর মধ্যে ছিলো চাউল, ডাল, আলু, পিঁয়াজ, তৈল, লবন, চিড়া।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031