শিরোনামঃ-

» ওয়েব বেসড্ ওমেন ট্রেডার্স নেটওয়ার্কিং সিস্টেমের উপর পাবলিক কনসালটেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩. এপ্রিল. ২০২২ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বি.আর.সি.ডি প্রকল্প-১ এর অধীনে সেন্টার ফর ডেভলপমেন্ট এন্ড কমপিটেটিভ স্ট্রেডেজিক লিমিটেড ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর স্থানীয় আয়োজনে ওয়েব বেসড্ ওমেন ট্রেডার্স নেটওয়ার্কিং সিস্টেমের উপর পাবলিক কনসালটেশন শনিবার (২৩ এপ্রিল)  সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

আই.বি.এ বিশ্ববিদ্যালয় ঢাকার অধ্যাপক প্রফেসর শেখ মোর্শেদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার এ. কে. এম এহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি তাহমিন আহমেদ, বিডার পরিচালক জুলিয়া জেসমিন মিলি, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মোয়াম্মির হোসেন চৌধুরী, বি.ডব্লিও.সি.সি. আইর সদস্য নুরুন্নাহার বেবী, বাংলাদেশ ব্যাংকের এ.জি.এম শামীমা নার্গিস, বিসিকের ডিজিএম সুহেল হাওলাদার, গ্রাসরুটস এর সি.ই.ও হিমাংশু মিত্র।

সভায় প্রকল্প পাঠ করেন সি.ডি.সি.এস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা ফারজানা মোর্শেদ।

উপস্থিত প্রকল্পের উপরে আলোচনা করেন সিলেট চেম্বার অব কমার্স, বাংলাদেশ ব্যাংক, বিসিক, বিডব্লিসিসিআই, গ্রাসরুটস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। কনসালটেশন শেষে নারী উদ্যোক্তাদের সমস্যা ও সমাধানের উপরে এক এফজিডি তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস সিলেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031