শিরোনামঃ-

» সিলেট প্রধান ডাকঘরে ‘ডমেস্টিক মেইল সফটওয়্যার পরিচালনা প্রশিক্ষণ’ ও পস মেশিন বিতরণ

প্রকাশিত: ২২. এপ্রিল. ২০২২ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ
সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরে ইডিএ ও ইডিডিএ-দের ‘ডমেস্টিক মেইল সফটওয়্যার পরিচালনা প্রশিক্ষণ’ প্রদান এবং পস মেশিন বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টায় সিলেট প্রধান ডাকঘরের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট বিভাগীয় অফিসের পরিদর্শক (প্রশাসন) বাবলু রায়ের সভাপতিত্বে এবং পরিদর্শক (ক্যাশ) লিপ্টন রঞ্জন রায়ের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট পোস্টাল ডিভিশন’র ভারপ্রাপ্ত ডিপিএমজি সুজিত চক্রবর্তী।

পরে সিলেট পশ্চিম উপবিভাগের আওতাধীন দেড় শতাধিক শাখা ডাকঘরের ইডিএ (এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট) ও ইডিডিএ (এক্সট্রা ডিপার্টমেন্টাল ডেলিভারি এজেন্ট)-এর মধ্যে পস মেশিন বিতরণ করা হয়।

মেশিন বিতরণের পর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ইডিএ ও ইডিডিএ-দের প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন সিলেট পোস্টাল ডিভিশনের পোস্ট অফিস সুপার মলয় কান্তি সরকার।

প্রাণবন্ত প্রশিক্ষণের মাধ্যমে তিনি ইডিএ ও ইডিডিএ-দের পস মেশিন পরিচালনা এবং এর উপকারিতা সম্পর্কে সুচারুরূপে বুঝিয়ে দেন। পরে প্রশিক্ষণার্থী ইডিএ ও ইডিডিএ-রা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, এখন থেকে প্রতিটি ডাকঘরে ইস্যুকৃত এবং বিলিকৃত চিঠি, ডকুমেন্ট ও পার্সেলের তথ্য পস মেশিনে সংরক্ষণ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১১০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031