শিরোনামঃ-

» পল্লী চিকিৎসক নিহত নিজাম উদ্দিনের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১০. এপ্রিল. ২০২২ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার সাতগাছি গ্রামে শনিবার ভোর ৬টার দিকে রক্তক্ষয়ী এ সংঘর্ষে নিহত হন পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন।

রবিবার (১০ এপ্রিল) ২টায় সাহেবের বাজার ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজার নামাজ শেষে নিজাম উদ্দিনকে ঘোড়ামারা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত পল্লী চিকিৎসক নিজাম উদ্দিনের বয়স (৪০)। সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামের মরহুম বশির উদ্দিনের ছেলে। তিনি এলাকায় একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ৪ কন্যা সন্তানের জনক।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সাহেবের বাজার ঈদগাঁহ কমিটির সভাপতি মো. ইলিয়াছ আলী মেম্বার, সাহেবের বাজার হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা শামসুর রহমান, এডভোকেট আবুল হোসেন, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি মো. ইকলাল আহমদ, খাদিম নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পল্লী চিকিৎসক জালাল উদ্দীন, ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, সাহেবের বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আরব আলী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, এডভোকেট নুরুল আমিন, ইমাম উদ্দিন, সদর উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, সাহেবের বাজার গ্র্যাজুয়েশন ক্রিকেট ফোরামের পরিচালক জসিম উদ্দিন, মুহিত হোসেন, ইমরান আলী তালুকদার, আব্দুস সালাম, আব্দুল বাছিত, কাওছার আহমদ, সাংবাদিক ইদ্রিছ আলী, মতিউর রহমান, শ্রমীক নেতা আব্দুল খালিক সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও এলাকা হাজার হাজার মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৪ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930