শিরোনামঃ-

» একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভা ও বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০২২ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেটের সদর হাসপাতালে (বর্তমান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল) কর্তব্যরত অবস্থায় বর্বর পাকিস্তানীদের হামলায় নিহত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ, শহীদ লে: কর্নেল ডা. জিয়াউর রহমান, ডা. শ্যামল কান্তি লালা, নার্স মাহমুদুর রহমান ও অ্যাম্বুলেন্স চালক কুরবান আলীর ৫১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন সিলেট জেলা ও মহানগর ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন পূর্বে চৌহাট্ট্রাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট জেলা ও মহানগর কমিটি যথা শ্রীঘই গঠনের সিদ্ধান্ত হয়।

শনিবার (৯ এপ্রিল) বেলা ২টায় চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে প্রতি বছরের মতো এবারও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধাঞ্জলী নিবেদনকালে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, এডভোকেট মো. শামসুল ইসলাম, এডভোকেট কিশোর কুমার কর, অধ্যক্ষ শামছুল ইসলাম, মো. জাহিদ সারওয়ার সবুজ, ওয়ালি মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা প্রীতি কুসুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনোজ কপালী মিন্টু, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন শিরুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা রাকেশ সরকার, বীর মুক্তিযোদ্ধা ক্ষীরোপ মোহন দাশ, অমলেন্দু দাস, রজনীকান্ত দাস, আমিনুর রহমান পাপ্পু, সাইদুর রহমান, মো. আলী, মো. আব্দুল কাদির, এস এম এইচ বিশ্বাস পারভেজ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031