শিরোনামঃ-

» গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার নতুন কমিটি গঠন; সভাপতি বিশ্বজিৎ, সম্পাদক তানজিনা

প্রকাশিত: ০১. এপ্রিল. ২০২২ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

“আমরা স্বপ্নে, সংগ্রামে, লক্ষ্যে অবিচল” এই শ্লোগানকে সামনে রেখে গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার ১ম নগর কাউন্সিল এবং কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার উদ্যোগে শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৪টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই কাউন্সিল এবং কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর পূর্বে একটি সুসজ্জিত র‌্যালী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে মিলিত হয়।

গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সংগঠক বিশ্বজিত শীল এর সভাপতিত্বে এবং তানজিনা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত কমিটি পরিচিতি সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফ মঈনুদ্দিন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা পাঠচক্র ফোরামের সদস্য রনেন সরকার রনি, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৬২ সালে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের গণবিরোধী কুখ্যাত শিক্ষানীতি, শরীফ কমিশন ছাত্র সমাজ রুখে দিয়েছিলো। কিন্তু পরিতাপের বিষয় হলো স্বাধীন বাংলাদেশেও পরাধীন আমলের প্রতিক্রিয়াশীল দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সবকটি শিক্ষানীতি প্রণীত হয়েছে। টাকা যার শিক্ষা তার, এই নীতিই কার্যত বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার ব্যাপক বাণিজ্যিকীকরণের ফলে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বিশাল চা জনগোষ্ঠী ও আদিবাসী অঞ্চলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতার কারণে জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। শিক্ষার দার্শনিক ভিত্তি ও শিক্ষা অধিকারের চেতনা উপড়ে ফেলা হচ্ছে। পাল্টে দেওয়া হচ্ছে শিক্ষার প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের প্রিয় স্বাধীনতা অর্জিত হলেও স্বাধীন বাংলাদেশের ৫০ বছরেও বাস্তবায়িত হয়নি মুক্তিযুদ্ধের মৌলচেতনা। উপরন্তু কেড়ে নেয়া হচ্ছে মানুষের মৌলিক অধিকার, বাক প্রকাশের স্বাধীনতা।

ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা গনবিরোধী আইন বিধি প্রনয়ণ করে স্তব্ধ করে দেয়া হচ্ছে মানুষের প্রতিবাদী কন্ঠস্বর। এমন পরিস্থিতিতে শিক্ষার মৌলচেতনা ও শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ রক্ষার আন্দোলনসহ একটি শোষণ বৈষম্যহীন সমাজব্যবস্হা বিনির্মানের লড়াইয়ে নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনা সভা শেষে গত ১৮ মার্চ কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত ১ম সিলেট নগর কমিটি নিম্নরূপ – সভাপতি বিশ্বজিৎ চন্দ্র শীল, সহ-সভাপতি নিন্টু মালাকার, সাধারণ সম্পাদক তানজিনা বেগম, সাংগঠনিক সম্পাদক আয়শা আক্তার, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ সুজন, অর্থ সম্পাদক মেহেরাজ হোসেন রোমেল, স্কুল বিষয়ক সম্পাদক রিপন রুদ্র পাল, চা বাগান ছাত্র বিষয়ক সম্পাদক সুজলা মুন্ডা, সমাজকল্যাণ বিয়ক সম্পাদক শিরিনা দাস, সদস্য স্মৃতি রানী মোদি, শিপলু আহমেদ, হাছিবুল হাসান বান্নাহ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930