শিরোনামঃ-

» সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ৩০. মার্চ. ২০২২ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও মাহা ফ্যাশনের সহযোগিতায় বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপশহরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রাফেজা সুলতানা আন্নার সভাপতিত্বে ও বিপুল তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যান্ত প্রয়োজন। খেলাধুলা করলে শরীর সুস্থ্য ও সবল থাকে। তাই প্রতিটি মানুষকেই খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, সহ-সভাপতি ফারহানা আক্তার।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহ-সভাপতি সালমা বাছিত, আছমা কামরান, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরা আক্তার খানম, ফারজানা মিছবাহ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাবিনা আলোয়ার, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাজনীন হোসেন, আরিফা বিল্লাহ, কাউন্সিলর শাহানার বেগম, শাহানা বেগম, শামসুন্নাহার মিনু, জোছনা বেগম, নাজিরা বেগম, নাছিমা আক্তার রুমি, শিরিন আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৬ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728