শিরোনামঃ-

» নবগঠিত ৩৮নং ওয়ার্ডের সীমানা বহালের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ৩০. মার্চ. ২০২২ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা টুকের বাজার ইউনিয়নের নবগঠিত ৩৮নং ওয়ার্ডের সীমানা বহালের দাবিতে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ মার্চ) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচীর পালন করা হয়।

অধ্যাপক শফিকুর রহমান এর সভাপতিত্বে ও প্রকৌশলী রুমেল এর পরিচালনায় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি হাজী হেলাল উদ্দিন, হাজী আব্দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলাদ আহমেদ চৌধুরী, বিশিষ্ট মুরব্বি জমশেদ মিয়া, মো. বিলাল উদ্দিন, শামীম আহমদ, মোস্তাক আহমদ, আব্দুল্লা, আব্দুল মুনিম, সমুজ আলী, বককর মিয়া, শহিদ, হোসেন আহমদ, সায়েম, হোসেন, তালহা প্রমুখ।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, সরকারের গ্যাজেট অনুযায়ী টুকের বাজার ইউনিয়নের নবগঠিত ৩৮নং ওয়ার্ডের সীমানা নির্ধারণ করা হয়। কিন্তু গোঠা কয়েক কতিপয় ব্যক্তি ওয়ার্ডকে ভেঙ্গে দেওয়ার জন্য উঠে পরে লেগেছে। আমরা বলেতে চাই সরকার যতটুকু ভালো মনে করেছেন সেটিই যেন বহাল থাকে। সরকারের উপরে আমরা কখনো অতিক্রম করবো না। আর যারা অতিউৎসাহী ওয়ার্ড ভেঙ্গে দেওয়ার জন্য তাদের প্রতি আমরা নিন্দা জানাই।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930