শিরোনামঃ-

» বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকীতে আইডিইবি’র আলোচনা সভা

প্রকাশিত: ১৭. মার্চ. ২০২২ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনীতি শীর্ষক’ এক আলোচনা সভা বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় তালতলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আইডিইবি সিলেট জেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুর রহিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুর রশীদ মসরুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রকৌশলী সন্তোষ চন্দ্র দেবনাথ। সাংগঠনিক সম্পাদক মো. খালেদুর রহমানের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইডিইবি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক প্রকৌশলী হাছানুজ্জামান চৌধুরী, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. সালাহ উদ্দিন, আইডিইবির কাউন্সিলর প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া, বাপিডিপ্রকৌস এর সাধারণ সম্পাদক মো. জাবেদ আহমদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা ও বাঙালির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক মহানায়কের নাম। তার জীবন আদর্শ ও রাজনীতি আমাদেরকে প্রেরণা জোগায়। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।

স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই আমাদেরকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৭ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31