শিরোনামঃ-

» স্কলার্সহোমে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

প্রকাশিত: ০৭. মার্চ. ২০২২ | সোমবার

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে খাঁটি মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.)

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের অন্যতম বিদ্যাপীঠ স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.) বলেছেন, ১৮ মিনিটের বক্তব্যে বঙ্গবন্ধু হাজার বছরের কথা বলেছিলেন। বঙ্গবন্ধুর এ ভাষণ অসংখ্য মুক্তিযোদ্ধাকে প্রাণিত করেছে, দেশের মানুষকে মুক্তির স্বপ্নে উদ্বেলিত করেছে। আজকের প্রজন্মকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে দীক্ষা নিতে হবে। সার্বজনীন কল্যাণ ও মুক্তির লক্ষ্যে ৭ মার্চের ভাষণকে অন্তরে লালন করতে হবে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে, দেশেপ্রেমে উদ্বুদ্ধ হয়ে খাঁটি মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার বিকল্প নেই।

স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ সোমবার দুপুরে ক্যাম্পাসের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বকণ্ঠের ভাষণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে স্কলার্সহোম আয়োজন করে বঙ্গবন্ধুর ১৮ মিনিটের ভিডিও ক্লিপ প্রদর্শন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য ও কবিতাপাঠ।

কথা ও কবিতায় বঙ্গবন্ধু শীর্ষক বক্তব্য প্রদান করে একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহানা শারমিন। বঙ্গবন্ধুর কাছে আমাদের ঋণ শীর্ষক বক্তব্য প্রদান করে শিক্ষার্থী প্রিয়ম চৌধুর।

আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু শীর্ষক বক্তব্য প্রদান করে শিক্ষার্থী পূর্বা দেব এবং কবি নির্মলেন্দু গুণের ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’ কবিতাপাঠ করেন শিক্ষার্থী মাওদুনা রহমান আরিশা।

শিক্ষার্থীদের অংশগ্রহণ পর্ব শেষে দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৪ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031