শিরোনামঃ-

» যুুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শাহ কামাল বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ০৭. মার্চ. ২০২২ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

যুক্তরাজ্য প্রবাসী আলহাজ শাহ কামালকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৭ মার্চ) সন্ধ্যা৭টায় নগরীর হোটেল গোন্ডেল সিটিতে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ছয়ফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম. এ হান্নান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী এবাদুর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সিলেটের এক্সপ্রেস এর সম্পাদক ছুরত আলী, বিশিষ্ট আইনজীবী হাসিদুর রহমান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আসাদ, সমাজসেবক আলী হোসেন, রিপন আহমদ, ব্যবসায়ী মুজাম্মিল হক আরশ, মহাতির মুহাম্মদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. আলতাফ হোসেন, ব্যবসায়ী আব্দুল আজিজ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকাকে এগিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সিলেট একটি প্রবাসী অঞ্চল।

প্রবাসীরা দেশের বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাদের জীবনমান উন্নয়নে কাজ করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, প্রবাসীদের এতো অবদান থাকা স্বত্তে¡ও তারা দেশে আসলে নানাভাবে হয়রানি শিকার হন। জমি সংক্রান্ত বিষয় অন্যতম।

এ ব্যাপারে সরকার ও স্থানীয় প্রশাসনকে সজাগ থাকতে হবে। প্রবাসীদের সম্পদ রক্ষায় নতুন আইন প্রনয়ন করার আহ্বান জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭০ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31