শিরোনামঃ-

» আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ০৬. মার্চ. ২০২২ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (৬ মার্চ) সকালে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের গভার্নিংবডির সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্রজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কলেজ জীবন। এসময়েই জীবনের ‘টার্নিং পয়েন্ট’। নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে হলে এ সময়টিকেই কাজে লাগাতে হবে। যারা কলেজ পর্যায়ে ভালো ফল অর্জন করে তারা খুব সহজে অভিষ্ট লক্ষ্যে পৌছে যায়।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মনোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছে। এখন ক্লাসরুম সংকট এমন প্রতিষ্ঠান খুজে পাওয়া দুষ্কর। সরকার যেহেতু সকল সুযোগ সুবিধা দিচ্ছে সে সুবিধা শিক্ষার্থীদের কাজে লাগাতে হবে।

স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গভার্নিংবডির সদস্য আব্দুল মুনিম।

এছাড়াও আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তার, সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান, সহকারি শিক্ষক হেলাল উদ্দিন, আব্দুর রকিব মানিক, প্রভাষক নুরে কামাল ভুইয়া, রুহেলা বেগম। এছাড়া নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুব হাসান মাহি ও সামিরা জান্নাত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, নবাগত শিক্ষার্থী আলী হাসান রাকিব। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৯ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31