শিরোনামঃ-

» ব্যাটারী চালিত যানবাহন শ্রমিকদের হয়রানি-উচ্ছেদ বন্ধ কর : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২২ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

রবিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক মামুন বেপারি, চা শ্রমিক ফেডারেশনের সভাপতি রত্না বসাক, চালক সংগ্রাম পরিষদের মনজূর আহমদ, হারুন মিয়া, কুরবান আলী, সুরুজ আলী, দেলোয়ার আহমদ, কাওছার, জাবেদ আহমদ, ধানেশ আলী, জসিম আহমদ, খোকন, জয়নাল, শরিফ, অভি আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, চালক সংগ্রাম পরিষদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে সরকার যখন একটি নীতিমালা তৈরি করে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের উদ্যোগ নিয়েছে তখন সিলেটের স্থানীয় প্রশাসন বিভিন্ন ভাবে ব্যাটারি চালিত যানবাহন চালকদের হয়রানি করছেন। বক্তারা, ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের হয়রানি-নির্যাতন-উচ্ছেদ বন্ধ ও আটক গাড়ি ছেড়ে দেয়ার জন্য সিসিক মেয়র ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বক্তারা, অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫’শ টাকা ও জাতীয় ন্যুনতম মজুরি ২০ ঘোষণা করার আহ্বান জানান।

সমাবেশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত ভিসি অপসারণের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২২১ বার

Share Button

Callender

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30