শিরোনামঃ-

» জাতীয় পার্টি পূণর্গঠন প্রক্রিয়া সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২২ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় পার্টি পূণর্গঠন প্রক্রিয়া সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) স্থানীয় দক্ষিণ সুরমা ও নগরীর ২২নং ওয়ার্ডে অসহায় ও গরীব দুস্থ মানুষের মাঝে জাতীয় পার্টি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট কবির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট এম. এ. সালেহ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশব্যাপী ৬৪ জেলায় জাতীয় পার্টি পূণর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পল্লী নেত্রী বিদিশা এরশাদ এর নির্দেশে আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। জাতীয় পার্টি পূর্বের ন্যায় মানুষের দু:খ-সুখে পাশে ছিল, আছে এবং থাকবে। আগামী দিনে জাতীয় পার্টি সুগঠিত হয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে সাধারণ মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির পূণর্গঠন প্রক্রিয়ার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান চৌধুরী, মহাগরীর সহ সভাপতি শামসুজ্জামান কবির, সহ সভাপতি এডভোকেট ফয়জুল হক রানা, এডভোকেট আব্দুল মুকিত, জেলা শাখার সহ সভাপতি ডা. দিলাল আহমদ, মহানগরীর সহ সভাপতি ডা. আকতার হোসেন, সহ সভাপতি লিয়াকত আলী খান, ২২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সুমন আহমদ, ওয়ার্ড সহ সভাপতি ইমাম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৫ বার

Share Button

Callender

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930