» সিলেট আইডিয়াল মাদরাসার রেজাল্ট পাবলিকেশন এন্ড টেলেন্ট এওয়ার্ড সম্পন্ন

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০২১ | রবিবার

নৈতিকতা এবং আদর্শিক শিক্ষা মিসম্যানেজম্যান্ট থেকে রক্ষা করে : প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া ইসলামি বিশ^বিদ্যালয়ের আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেছেন, দুনিয়াতে আমরা একটা পরীক্ষার মধ্যে আছি।

পরীক্ষার মূল্যায়নের উপর নির্ভর করবে আমাদের পরকালীন জীবন। বর্তমানে ইসলামি শিক্ষা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হচ্ছে। যারা ইসলামি প্রতিষ্ঠানে সন্তানকে পড়ান, তারা সার্বক্ষণিক জিকিরের মধ্যে আছেন। সিলেট আইডিয়াল মাদরাসা নৈতিকতা এবং আদর্শিক শিক্ষায় গুরুত্বারোপ করছে। নৈতিকতা এবং আদর্শিক শিক্ষা মানুষকে মিসম্যানেজম্যান্ট থেকে রক্ষা করে।

সিলেট আইডিয়াল মাদরাসা আয়োজিত রেজাল্ট পাবলিকেশন এন্ড টেলেন্ট এওয়ার্ড – ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রবিবার (২৬ ডিসেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গনে গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুসলিম সার্কেল অব কানাডার চেয়ারম্যান মো. জুলকার নাইন চৌধুরী, ইসলামি ব্যাংক সিলেট বিভাগীয় প্রধান শিকদার মো. শাহাব উদ্দিন, দি সিলেট ফাউন্ডেশনের সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রফেসর মীর মো. ইকবাল হাসান এবং ইসলামি চিন্তাবিদ ওলিউর রহসান সিরাজী।

মাওলানা আহমদ হোসাইন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামি স্কলার ড. এ এইচ এম সোলায়মান। শিক্ষকদের পক্ষে বক্তৃতা রাখেন মাওলানা হারুন ওর রশিদ ও হাফিজ ফখরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াকিন আফসর চৌধুরী, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন সাইমা আক্তার।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, একদল যোগ্য মানুষ তৈরির লক্ষ্য নিয়ে সিলেট আইডিয়াল মাদরাসার যাত্রা। সমাজের যা কিছু প্রয়োজন তার সবটুকু প্রচেষ্ঠা আমাদের আছে।

উল্লেখ্য অনুষ্ঠানে মাদরাসার ২০২২ সালের ক্যালেন্ডার উন্মোচন এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩১ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930