শিরোনামঃ-

» স্কপের উদ্যোগে সিলেটে শ্রমিক প্রতিনিধিদের সভা ১৭ ডিসেম্বর

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২১ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সিলেট জেলা পরিচালনা কমিটির এক জরুরী সভা আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় তালতলাস্থ একটি সিবিএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভা থেকে আগামী ১৭ ডিসেম্বর শুক্রবার সিলেট জেলার বিভিন্ন সেক্টরের শ্রমিক প্রতিনিধিদের সভা করার ঘোষণা দেওয়া হয়।

সিলেট জেলা স্কপ এর আহ্বায়ক, জাতীয় শ্রমিক লীগ জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হকের সভাপতিত্বে ও জেলা স্কপ এর সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা আহ্বায়ক আবু জাফরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি সিকান্দর আলী, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা সাধারণ সম্পাদক মোঃছাদেক মিয়া, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক আলফাজ আহমদ প্রমুখ।

সভায় বক্তারা রিকশাসহ সকল ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, চা শ্রমিকদের বাজার মূল্যের সাথে সংগতিপূর্ণ মজুরি নির্ধারণ, বিকল্প কর্মসংস্থান ছাড়া হকার উচ্ছেদ না করা ও পাথর কোয়ারীর শ্রমিকদের কাজের নিশ্চয়তা প্রদান করার দাবি জানান।

বক্তারা, দেশের সকল সেক্টরের শ্রমিক, কর্মচারীদের পক্ষে স্কপ এর ৯ দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সভায় সিদ্ধান্ত হয় আগামী ৬ ডিসেম্বর সোমবার পরবর্তী সভা থেকে সুনির্দিষ্ট দাবিমালা প্রনয়ন করে দাবি আদায়ের লক্ষে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930