শিরোনামঃ-

» ফেঞ্চুগঞ্জে বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথে হাবিবের সৌজন্য সাক্ষাৎ ও মাজার জিয়ারত

প্রকাশিত: ০২. জুলাই. ২০২১ | শুক্রবার

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

সিলেট ৩ আসনে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ও ঘিলাছড়া ইউনিয়নে মাজার জিয়ারত ও বিভিন্ন ব্যাক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অসুস্থ ব্যাক্তিবর্গকে দেখতে যান।

এছাড়া ওইদিন হাবিবুর রহমান হাবিব রাজনপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে স্বাস্থ্যবিধি মেনে তিনি মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। এরপর তিনি হযরত ইসহাক আলী শাহ্ (রঃ) ও হযরত শাহ্ সৈয়দ আলী (রঃ), হযরত গোলাপ শাহ্ (র.) মাজার জিয়ারত করেন। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসুস্থ শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অসুস্থ ডাঃ ফখরুল ইসলামকে দেখতে তাদের বাড়িতে যান।

এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

পরে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আপ্তাব আলী, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও বিশিষ্ট ব্যাবসায়ী সালেহ আহমদ চৌধুরীর বাড়ীতে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবউদ্দিন বাদল, শাহ্ মুজিবুর রহমান জকন, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, আওয়ামী লীগ নেতা আশফাকুল ইসলাম সাব্বির, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, মঈনুল ইসলাম, আনোয়ার আলী মাষ্টার, শামসুদ্দিন, আলো চৌধুরী, আব্দুল মছব্বির মেম্বার, কছর আহমদ মেম্বার, কবির আহমদ মেম্বার, বুরহান উদ্দিন সিন্দু মেম্বার, সফিক মিয়া মেম্বার, রাসেল মেম্বার, মতিউর রহমান মতিক, দিলাল আহমদ, ছাত্রলীগ নেতা বদরুল আলম তুহিন, আতাউর রহমান সানী, আরিফ আহমদ, সোহেল আহমদ, জুনেদ আহমদ, ফারহান সাদিক, রানা আহমদ দিপু, মনিউল আলম মুন্না, মুহিত হোসেন শাহ্, রেজান আহমদ শাহ্ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫২ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031