শিরোনামঃ-

» জাপা’র প্রবীণ নেতা জহির উদ্দিন পল্টু আর নেই, জাতীয় পার্টির শোক

প্রকাশিত: ০২. জুলাই. ২০২১ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

১৯৬৯ এর গণ আন্দোলনের তুখোড় ছাত্রলীগ নেতা, স্বাধীনতা পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অন্যতম সংগঠক, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ মুক্তি আন্দোলনের সিলেট জেলার অন্যতম নেতা, সিলেট জেলা জাতীয় পাটির সাবেক সিনিয়র সহ সভাপতি ওসমানীনগরের কৃতি সন্তান, অবিভক্ত বালাগঞ্জ উপজেলা (বালাগঞ্জ ও ওসমানীনগর) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন পল্টু দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

শুক্রবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শাহজালাল উপশহরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ………. রাজিউন)। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি অসুস্থ স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, মরহুম জহির উদ্দিন পল্টুর মৃত্যুকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা, সিলেটের সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, অন্যতম উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিনা মোমিন আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি আব্দুল মালিক খান, সহ সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ লস্কর বশির, সাবেক জেলা শাখার সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মঈন, সিলেট মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি এডভোকেট কাজী আশরাফ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম তাপাদার, জাতীয় ছাত্রসমাজ সিলেট জেলা শাখার সভাপতি মো. আল আমিন, সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুম জহির উদ্দিন পল্টুর মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি পরিবারের সদস্যগণকে শোক সইবার শক্তিদানে মহান রাব্বুল আল আমিনের কাছে দোয়া করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৪ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031