শিরোনামঃ-

» ছাতকে রাস্তায় ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে উৎ পেতে থাকা সন্ত্রাসীদের হামলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০২. মে. ২০২১ | রবিবার

ছাতক প্রতিনিধি সুষ্ময় দাশ প্রান্তঃ

সুনামগন্জের ছাতক পৌর প্রাঙ্গনে সন্ত্রাসী হামলায় আহত সানি সরকার (২৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রবিবার (২ মে) দুপুর ২টার দিকে মারা যায়।

সে ছাতক শহরের মন্ডলীভোগ এলাকার কাজল সরকারের একমাত্র পুত্র। গত বুধবার সন্ধ্যায় আনুমানিক ৮টার দিকে পৌরসভা কার্যালয়ের রাস্তায় ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে উৎ পেতে থাকা অস্ত্রধারীরা তার উপর হামলা চালায়। প্রতিপক্ষের সুয়েব আহমদসহ (২৩) তার সহযোগীরা পিটিয়ে গুরুতর আহত করে যুবককে। হামলায় গুরুতর আহত সানি সরকারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ৪দিন লাইফ সাপোর্টে ছিলো সে। রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

হামলার ঘটনায় নিহত যুবকের পিতা কাজল সরকার বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ নাঈম আহমদ (২২) নামের একজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সুয়েবসহ হামলাকারীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে, এলাকার অনেকেই সানি হত্যার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এলাকার সুশীল সমাজ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫০ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30