শিরোনামঃ-

» জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মহিলা ও শিশু সহ নিহত ৫; আহত ২

প্রকাশিত: ০২. মে. ২০২১ | রবিবার

জৈন্তাপুর প্রতিনিধিঃ

জৈন্তাপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মহিলা ও শিশু সহ ৫ জন নিহত। আহত ২ জনের অবস্থা আশংকাজনক।

ঘটনাটি ঘটে রবিবার (২ মে) সকাল সাড়ে ৬টায় সিলেট তামাবিল মহা-সড়কের ফেরীঘাট নামক স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার নিজপাট ইউনিয়নের রূপচেং গ্রামের মোঃ জাকারিয়া পরিবারের লোকজনকে নিয়ে সিএনজিতে করে দরবস্ত বাইটগ্রামে এক আত্মীয়ের জানাযার নামাজের উদ্দেশ্যে রওয়ানা করেন।

ভোর সাড়ে ৬টায় লালাখাল রোড থেকে ফেরীঘাট বাজারস্থ সিলেট তামাবিল মহা-সড়কে উঠা মাত্র সিলেট থেকে জাফলংগামী দ্রুতগতির একটি ড্রামট্রাক সিএনজিকে চাপা দেয়।

এসময় ধুমড়েমুচড়ে যাওয়া সিএনজিতে থাকা মহিলা ও শিশু সহ ৪ জন ঘটনাস্থলেই মারা যায় এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে আরো ১ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার পাখিবিল গ্রামের আরব আলীর ছেলে সিএনজি চালক হোসন আহমদ (৩০), রূপচেং গ্রামের আরজান আলীর মেয়ে হবিবুন নেছা (৩৭), জামাল উদ্দিনের স্ত্রী সাবিয়া আক্তার (৪০), জামাল উদ্দিনের মেয়ে সাকিয়া আক্তার (৮), ছেলে সাহাদাত হোসেন (৩ মাস)।

আহতদের মধ্যে আরজান আলীর ছেলে মোঃ জাকারিয়া (৪৫) ও তার স্ত্রী হাসিনা আক্তার (৪০) গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর সিলেট তামাবিল মহা-সড়ক প্রায় ৪ ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয় জনতা।

সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930