শিরোনামঃ-

» ৫ ঘন্টার মধ্যেই অপহরণকৃত শিশু হালিমা (৫) কে উদ্ধার করলো পুলিশ! আটক-১

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০২১ | সোমবার

ছাতক প্রতিনিধি সুষ্ময় দাশ প্রান্তঃ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ বাজার থেকে হালিমা নামের ৫ বছরের শিশু সহ মাইক্রোবাস (নোহা) গাড়ি ছিনতাই করে সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০.৩০টার দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ছিনতাই হওয়া হালিমা গোবিন্দগঞ্জের শহিদপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে। ছিনতাই হওয়া সেই মাইক্রোবাস (নোহা) বেলা ৩টার দিকে প্রথমে সিলেটের কদমতলী এলাকায় গাড়িটি ফেলে দুষ্কৃতিকারীরা শিশু হালিমাকে (৫) নিয়ে পালিয়ে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে গোটাটিকর এলাকা থেকে শিশুটিকেও উদ্ধার করে পুলিশ।

শিশু ও গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার (ওসি) মনিরুল ইসলাম।

এ ঘটনায় রুকন নামে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। বেলা ৩টার দিকে স্থানীয়রা কদমতলি এলাকার ফল মার্কেটের পাশে প্রথম গাড়িটি দেখতে পান।

পরে বিষয়টি জানাজানি হলে শিশু হালিমার স্বজনরা ঘটনাস্থলে এসে গাড়িটি পেলেও হালিমাকে পাননি।

কদমতলি এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হারিয়ে যাওয়া শিশু হালিমার চাচাতো ভাই মান্না বলেন, ‘আমরা খবর পাই বেলা ৩টার দিকে।

খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে এসে দেখি গাড়ি দাঁড় করিয়ে রাখা। কিন্তু হালিমাকে পাওয়া যায়নি।’

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রথমে সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর কদমতলি এলাকায় গাড়িটি পাওয়া যায়।

এসময় স্থানীয়রা গাড়িটিকে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা শিশুকে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা এবং ছাতক থানার যৌথ অভিযানে পুলিশ শিশুটিকেও উদ্ধার করে। এ ঘটনায় রুকন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930