শিরোনামঃ-

» বড়লেখায় লকডাউন আইন অমান্য করায় ৩০ জনকে জরিমানা

প্রকাশিত: ১৪. এপ্রিল. ২০২১ | বুধবার

বড়লেখা প্রতিনিধি মাহিনুর ইসলামঃ

বড়লেখা উপজেলা শহর সহ বিভিন্ন এলাকায় লকডাউনের ১ম দিনে প্রশাসন কঠোর অবস্থানে ছিল।

বড়লেখা উপজেলা প্রশাসন ও পুলিশ বিধি লংঘনকারীদের বিরুদ্ধে ছিল কঠোর।

বুধবার (১৪ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসসরাত লায়লা নীরা এবং ওসি জাহাঙ্গীর হোসেন সরদার সহ একদল পুলিশের সহযোগিতায় বড়লেখা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, চলাচলে বিধি লংঘন করা সহ লকডাউন ভঙ্গ করায় পথচারী, হোন্ডারোহী, সিএনজি অটোরিকসা ও ব্যাটারী চালিত রিকসার আরোহীদের এসময় স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে আইনের আওতায় এনে ৩০টি মামলায় ৭ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় ,বড়লেখার জনগণের স্বার্থে কোভিড-১৯ রোগ থেকে সবাইকে সুরক্ষায় ও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে প্রতিদিন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সরাসরি মাঠে অবস্থান করবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০১ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031