» ছাতকে দু’দিনের রিপোর্টে করোনা পজেটিভ ৯ জনের

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০২১ | শুক্রবার

ছাতক প্রতিনিধি সুষ্ময় দাশঃ
দেশে করোনা সংক্রমণ আবারো বৃদ্ধি পেয়েছে। সিলেটে হু হু করে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ছাতকও এর ব্যাতিক্রম নয়।

এখানে ২ দিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ জনের। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৯ জনের।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবের রিপোর্টে ছাতকের গণেশপুর গ্রামের ২ জন, রহমতবাগ এলাকার ১ জন, মন্ডলীভোগ এলাকার ২ জন, লক্ষীভাউর গ্রামের ১ জন, নোয়ারাই গ্রামের ১ জন ও ছাতক সোনালী ব্যাংক শাখায় কর্মরত ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

২৮ মার্চ ও ৩০ মার্চের প্রাপ্ত রিপোর্টে এ ৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

আজ শুক্রবার (২ এপ্রিল) ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী সিলেট বাংলা নিউজকে জানান, হাসপাতালে প্রতিদিনই নমুনা সংগ্রহ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ১৬ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।

২৯ মার্চ যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের রিপোর্ট এখনো আসেনি। তিনি জানান, যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এতে তিনি শংকিত।

করোনা ভ্যাক্সিন নিতেও লোকজন আগ্রহী নয়। করোনা ভ্যাক্সিন গ্রহণের জন্য বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে। এতে তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছেনা।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও ভ্যাক্সিন গ্রহণ করতে তিনি আহবান জানান।

সারাদেশের মতো ছাতকেও করোনা সংক্রমে মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে। দোকানপাট গুলিতে চলছে ক্রেতাদের ভিড়, চলছে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানও।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930