শিরোনামঃ-

» সিলেটে কৃষক লীগের সভায় বক্তারা; শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

প্রকাশিত: ২৩. মার্চ. ২০২১ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা ও মহানগর কৃষকলীগের সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে কৃষি খাতের অবদান সবচেয়ে বেশি। কৃষিকে যথাযোগ্য গুরুত্ব দেওয়া ও এই খাতে সরকারের সঠিক নজরদারির ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছে।

দেশের সামগ্রিক উন্নয়নে কৃষি খাতের অবদানে সবচেয়ে বেশি জানিয়ে বক্তরা বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষকই আমাদের মূল শক্তি। এ সময় আগামী প্রজন্মকেও কৃষির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার

সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান মালার মঙ্গলবার (২৩ মার্চ) ৭ম দিনে সিলেট জেলা ও মহানগর কৃষক লীগের নিবেদনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, সিলেট মহানগর কৃষক লীগের সভাপতি, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের সহ অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, সিলেট জেলা কৃষক লীগের সহ সভাপতি হাজী তেরাব আলী, মহানগর কৃষক লীগের সহ সভাপতি হোসেন আহমদ, সহ সভাপতি ডা: বিজিত পাল, সহ সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শমসের সিরাজ সোহেল। এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরাউল কয়েস লোদী।

সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট খোকন কুমার দত্ত, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমরায় বিষয়ক তপন মিত্র, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুল আলম সেলিম, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ শাহিন, জেলা আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, মহনগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক সোয়েব আহমদ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930